রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটবদ্ধ হয়েও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, ইসিতে চিঠি দেশব্যাপী বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নিহতের পরিচয় মিলেছে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি-কানাডিয়ান বিজ্ঞানীর মৃত্যু কলাম্বিয়ার নদীতে ডুবে  ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারীর মৃত্যু নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ আগামী মাসে সপরিবারে ওমরাহ করতে যাচ্ছেন তারেক রহমান গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল নন্দাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহৎ তাফসিরুল কুরআন মাহফিল 

জামেয়া দারুল মা'আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ (দুই বছর) সেশনের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিল্পপতি, পেশাজীবী, ব্যবসায়ী, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে এই কমিটি গঠন সম্পন্ন হয়। কমিটিতে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে অবস্থানকারীদের প্রাধান্য দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন –

সভাপতি করা হয়েছে প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানিকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাওলানা নুরুল আমীন মাদানী আর সহ-সভাপতি হয়েছেন ৫জন। এরা হলেন মাওলানা ইহতেশামুল হক মাদানী, শেখ সাইফুল্লাহ মাদানী, মাওলানা কাজি শফি উল্লাহ, মাওলানা শোয়াইব উদ্দীন মক্কী মাওলানা ইনআমুল হক সিরাজ মাদানী।

কমিটিতে ড. শফি উল্লাহ কুতুবীকে সাধারণ সম্পাদক আর সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ২ জনকে। এরা হলেন: মাওলানা মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী ও মাওলানা আলাউদ্দীন চৌধুরী।

কমিটিতে মাওলানা হাফেজ এনামুল হক মাদানীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২ জনকে। যথাক্রমে: মাওলানা দিদারুল আলম, মাওলানা শাহাদাত হোসাইন চৌধুরী

কমিটিতে মাওলানা মাহমুদ মুজিবকে অর্থ সম্পাদক এবং মাওলানা নোমান শামসকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে মাওলানা মিসবাহুদ্দীন মাদানিকে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা রোকন উদ্দীনকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল নোমানকে উপ-প্রচার সম্পাদক, মাওলানা হামেদ বিন ফরিদকে তথ্য ও গবেষণা সম্পাদক, শেখ সালামত উল্লাহ মাদানীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা সানাউল করীমকে অফিস সম্পাদক, মাওলানা আফফান বিন উসমানকে সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলমগীর সিদ্দিকীকে আইন বিষয়ক সম্পাদক,
মাওলানা আহমদ নাসিরকে ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক, মাওলানা শাহেদুল ইসলামকে সহ-ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অধ্যাপক ড. নুরুল আমিন নুরী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা মুর্তাজা কামাল, মাওলানা আখতার মাহমুদ, মাওলানা মুহাম্মদ শোয়াইবকে নির্বাহী সদস্য করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ