মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি ডাকসু নির্বাচনে ব্যালট নম্বর ঘোষণা, নম্বর নিয়েই জমে উঠছে প্রচারণা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: সেলিমা রহমান গাজা যুদ্ধ দুই-তিন সপ্তাহে ‘চূড়ান্ত সমাপ্তি’ হবে: ট্রাম্প রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি, শেষ হলো আন্তর্জাতিক সংলাপ বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ হিজাব পরতে বাধা, ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত নির্বাচন বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন আহমদ

বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের সরবরাহের সীমাবদ্ধতা এবং রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণের উদ্বেগ মধ্যে দিয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

সূত্র বলছে, চীন চন্দ্র নববর্ষকে ঘিরে অপরিশোধিত তেল রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়বে, তা সত্ত্বেও এ সপ্তাহের চতুর্থ বারের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। খবর রয়টার্স’র।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে বিগত দুই মাসের সর্বোচ্চ ব্যারেল প্রতি ৮৬ দশমিক শূন্য ৬ ডলারে উঠে এসেছে। এ সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৮২ ডলারে স্থির হয়েছে। এ সপ্তাহের জ্বালানিটির দর ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

গত অক্টোবরের শেষের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেছেন, মানুষ এখন বুঝতে পারছে বিশ্বব্যাপী সরবরাহের বিপরীতে চাহিদার পরিস্থিতি বেশ সংকটপূর্ণ। এটি বাজারে তেলের দাম আরও বাড়াতে প্রভাবিত করছে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের ছুটির কারণে ব্যবসায়ীরা কম ট্রেডিং ভলিউম দেখার আশঙ্কায় সরবরাহ কমিয়ে দিয়েছে।

নিউইয়র্কের অ্যাগেইন ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার জন কিল্ডফ বলেছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দাম বাড়ছে।

এদিকে বেশ কয়েকটি ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, ‘এ বছর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ