বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

বিশ্ব বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের সরবরাহের সীমাবদ্ধতা এবং রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণের উদ্বেগ মধ্যে দিয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে।

সূত্র বলছে, চীন চন্দ্র নববর্ষকে ঘিরে অপরিশোধিত তেল রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়বে, তা সত্ত্বেও এ সপ্তাহের চতুর্থ বারের মতো অপরিশোধিত তেলের দাম বেড়েছে। খবর রয়টার্স’র।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৯ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে বিগত দুই মাসের সর্বোচ্চ ব্যারেল প্রতি ৮৬ দশমিক শূন্য ৬ ডলারে উঠে এসেছে। এ সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৩ দশমিক ৮২ ডলারে স্থির হয়েছে। এ সপ্তাহের জ্বালানিটির দর ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

গত অক্টোবরের শেষের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

প্রাইস ফিউচার গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেছেন, মানুষ এখন বুঝতে পারছে বিশ্বব্যাপী সরবরাহের বিপরীতে চাহিদার পরিস্থিতি বেশ সংকটপূর্ণ। এটি বাজারে তেলের দাম আরও বাড়াতে প্রভাবিত করছে।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটি মার্টিন লুথার কিং জুনিয়র দিবসের ছুটির কারণে ব্যবসায়ীরা কম ট্রেডিং ভলিউম দেখার আশঙ্কায় সরবরাহ কমিয়ে দিয়েছে।

নিউইয়র্কের অ্যাগেইন ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার জন কিল্ডফ বলেছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে তেলের দাম বাড়ছে।

এদিকে বেশ কয়েকটি ব্যাংক পূর্বাভাস দিয়েছে যে, ‘এ বছর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ