মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

টেলিগ্রামে যোগ হলো একাধিক নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলে যাওয়া বছরে সর্বশেষ আপডেট হিসেবে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। খবর বিজনেস টুডে’র।

‘স্পয়লার ফরম্যাটিং’ নামে নতুন একটি ফিচার যোগ হয়েছে টেলিগ্রামে। মেসেজ লুকানোর ক্ষেত্রে ব্যবহারকারী নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে ‘স্পয়লার ফরম্যাটিং’ নামে অপশনটি ক্লিক করলেই সে অংশটি ঢেকে যাবে। পরে প্রাপক নিজের সুবিধামতো পুরনো মেসেজটিতে ক্লিক করলেই তা দেখতে পারবেন।

এছাড়া আইমেসেজের মতো রিঅ্যাকশনের নতুন ফিচারও যুক্ত করেছে প্লাটফর্মটি। কোনো ম্যাসেজে ডাবল ট্যাপ করলে ‘থাম্বস আপ’ রিঅ্যাকশন দেওয়া যাবে। তথ্যানুযায়ী, আইওএস সেটিংসে প্রবেশ করে ডিফল্ট রিঅ্যাকশনটি পরিবর্তনও করা যাবে। একবার ট্যাপ করলে বিভিন্ন ধরনের ইমোজি রিঅ্যাকশন পছন্দ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

টেলিগ্রামের নতুন আপডেটগুলোর মধ্যে মেসেজ অনুবাদের ফিচারও রয়েছে। ল্যাংগুয়েজ বা ভাষা নির্বাচনের সেটিংসে প্রবেশ করে ‘ট্রান্সলেট’অপশনটি চালু করলে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ কার্যক্রম শুরু হবে। তবে বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই ফিচারটি ব্যবহার করতে পারবে।

এদিকে ম্যাক অপারেটিং সিস্টেমের প্লাটফর্মে থাকা কনটেক্সট মেনু নতুন করে সাজিয়েছে টেলিগ্রাম। কনটেক্সট মেনুতে নতুন শর্টকাট, অ্যানিমেটেড আইকন এবং ভিডিও কল ফিচারও সংযুক্ত হয়েছে। তবে গ্রুপ ভিডিও কলে স্ক্রিনশট নেয়ার অপশনটি বন্ধ করেছে টেলিগ্রাম। সংশ্লিষ্টরা জানান, গত বছর মেসেজিং অ্যাপটির মাধ্যমে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করে টেলিগ্রাম কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ