বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলা'র রামগড় উপজেলা ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা মধুপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। নিহতরা হলেন- খালেদা আক্তার পিংকি (২১) ও তার ৬ মাসের মেয়ে সালমা আক্তার।

সোমবার (৩ জানুয়ারী) বিকেলে রামগড় থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাসায় খালেদা, তার স্বামী সোলেমান ও তিন মেয়ে নিয়ে থাকত।

মেয়ের বাবা আব্দুল খালেক দুলাল মিয়া জানান, গত বৃহস্পতিবার থেকে মেয়ে এবং জামাতাকে ফোনে না পেয়ে মেয়ের বাড়িতে গেলে ঘরের দরজায় তালা অবস্থায় দেখতে পাই, একাধিকবার ফোন করেও মেয়ের কোন সন্ধান না পাওয়াতে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করতে থাকি। মেয়ের শাশুড়িকে সাথে নিয়ে ৩ জানুয়ারী আবারও মেয়ের বাড়িতে যাই, ঘরের কাছে গেলে দূর্গন্ধ পেয়ে মেয়ের শাশুড়ি এবং প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের তালা ভেঙ্গে দেখি মেয়ে এবং নাতনির গলা কাটা লাশ পড়ে আছে। পড়ে প্রতিবেশীরা রামগড় থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

নিহতের ভাই ইমরান হোসেন জানান, আমার দুলাভাই পরকীয়ায় জড়িত। এ নিয়ে বোনের সাথে প্রায় সময় ঝগড়া হতো, গত বৃহস্পতিবার বড় মেয়েদের এক আত্মীয়র বাসাতে রেখে এসে সোলেমান আমার বোন খালেদা ও তার ৬ মাসের শিশুসন্তানকে জবাই করে হত‍্যা করে পালিয়ে যায়।

রামগড় থানার (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পারিবারিক সমস্যা কারণে এই হত‍্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন এবং লাশ উদ্ধার করেন। মেয়ের বাবা বাদী হয়ে মামলার করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ