বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ইউপি নির্বাচন: প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী মাদরাসার মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

পড়াশোনা করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে। সুনামের সাথেই পার করেছেন ছাত্র জীবনের প্রত্যেক ধাপ। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বর্তমানে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন নিজ এলাকার একটি কওমি মাদরাসায়। শিক্ষকতার পাশাপাশি জনসম্পৃক্ততা ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে দাঁড়িয়ে ছিলেন ইউপি নির্বাচনে। পেয়েছেন ব্যাপক জনসমর্থনও। বলছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা  ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা হেলাল উদ্দিনের কথা।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নিজ এলাকার মানুষের ব্যাপক সমর্থন পেয়ে প্রায় দুই হাজারের কাছাকাছি ভোটের ব্যবধানে জিতেছে কওমি মাদ্রাসার মুহতামিম এই আলেম।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৫২৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক সাদাত উল্লাহ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪৭৪ ভোট ও নৌকা প্রতীকে মাস্টার শফিকুর রহমান পেয়েছেন ৩৩৩৮ ভোট।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এই আলেম ছাড়া বাকি পাঁচটিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।

আরো পড়ুন: ৪র্থ ধাপের ইউপি নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলন প্রার্থীর জয়

এর মধ্যে কলাউজান ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল ওয়াহেদ ৮ হাজার ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এয়াছিন পেয়েছেন ৬২৭০ ভোট।

চুনতি ইউনিয়নে নৌকার প্রার্থী জয়নুল আবেদীন জনু ১২ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ শহীদুল্লাহ পেয়েছেন ৩ হাজার ৪ ভোট।

এছাড়া পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ।

এর আগে বড়হাতিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় কুমার বড়ুয়া এবং পুটিবিলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরো পড়ুন: ইউপি নির্বাচন: ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী সহস্রাধিক আলেমের উস্তাদ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ