বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ইউপি নির্বাচন: ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী সহস্রাধিক আলেমের উস্তাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০নং ময়না ইউনিয়নে সহস্রাধিক আলেমের উস্তাদ হাতপাখা'র প্রার্থী হাফেজ মাওলানা আ. হক মৃধা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। ৫৬৯৫ ভোট পেয়ে  তিনি বিজয়ী হয়েছেন।

ফরিদপুরের ময়না ইউনিয়নে বর্ষীয়ান এই আলেমের প্রতিদ্বন্দ্বী আ.লীগ প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩৪৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে  মাওলানা আ. হক মৃধা ২৩৪৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা সভাপতি শিকদার ইমরান নাজির বোয়ালমারী উপজেলা পরিষদ থেকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

সহস্রাধিক আলেমের উস্তাদ মাওলানা আ. হক মৃধা বিজয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ময়না ইউনিয়নবাসী।বর্ষীয়ান এই আলেমের বিজয়কে তারা নিজেদের বিজয় বলে অভিহিত করেছেন। এবং এলাকায় বিজয় মিছিল করেছেন। তাকে ফুলের মালা গলায় পরিয়ে অভিনন্দন জানিয়েছেন।

[caption id="" align="alignnone" width="213"]Open photo বিশাল ব্যবধানে বিজয়ী সহস্রাধিক আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আ. হক মৃধা।[/caption]

এছাড়াও মাওলানা আব্দুল হক মৃধা বিজয়ে তার ছাত্ররাও নিজ নিজ জায়গা থেকে অভিনন্দন জানিয়েছেন। বর্ষীয়ান একজন আলেমের বিজয়কে কেন্দ্র করে দেশব্যাপী বিভিন্ন জায়গা থেকে অনেকেই সামাজিক মাধ্যমে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আলেমদের এ জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকুক বলেও অনেকে মন্তব্য করেছেন।

ইউপি নির্বাচনে বিজয়ী বর্ষীয়ান  এই আলেম  আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। জনগনের সেবায় নিজের দেওয়া সব প্রতিশ্রুতি যেন পুরোপুরি পালন করতে পারেন সেজন্য দোয়া কামনা করেছেন।

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে বরিশালের বাকেরগঞ্জের
১৪ নং নিয়ামতি ইউনিয়নে বিজয়ী হয়েছেন হাতপাখার প্রার্থী হুমায়ূন কবির। ৩২৩৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

প্রসঙ্গত, রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে।।

নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে ৩৮ ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হয়। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এদিকে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ব্যালট ছিনতাই, জাল ভোট দেওয়া, এজেন্টদের মারধর, ভোট বর্জনসহ এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব মো: হুমায়ন কবীর খোন্দকার।

তিনি বলেন, সবগুলো ধাপেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এই ধাপে ৭০ শতাংশের বেশি ভোটের আশা ইসির।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ