বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দা ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ইহুদি বসতিস্থাপনকারীদের হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগীতা সংস্থা ওআইসি।

বৃহস্পতিবার ওআইসির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয় বলে সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে ওআইসি বলেছে, অসহায় ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী ইসরায়েলি ইহুদি বসতিস্থাপনকারীরা প্রতিনিয়ত হামলা করছে। সম্প্রতি তারা আরো জঘন্যভাবে আক্রমণ করে যাচ্ছে।

এক বিবৃতিতে ওআইসি বলেছে, ফিলিস্তিনিদের ওপর এ ধরনের ইসরায়েলি আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির চরম লঙ্ঘন। সংস্থাটি এসব ইসরাইলি আক্রমণের বিষয়ে আরো তদন্ত ও বিচার দাবি করেছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, ইহুদি বসতিস্থাপনকারীদের এমন হামলার জন্য ইসরায়েল দায়ী। কারণ, ইসরায়েল এসব ইহুদি বসতিস্থাপনকারীদের বারবার এমন জঘন্য আক্রমণ করার অনুমতি দিচ্ছে এবং এসব হামলার মাধ্যমে অসংখ্য ফিলিস্তিনিকে হতাহত করা হয়েছে।

ওই বৈশ্বয়িক সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যেন তারা এসব ইসরায়েলি অপরাধ দমনে হস্তক্ষেপ করেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ