শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

যেমন ছিলো রাসুল সা.এর সামরিক কৌশল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল-আমিন মহানবী সা. এর সামরিক কৌশলের মূল বিষয় ছিল, শত্রুর রক্ত ঝরানোর চেয়ে তাকে অসহায় ও দূর্বল করে দেয়াকে অগ্রাধিকার দান, যতক্ষণ না সে সাহায্য সহযোগীতা করে অথবা প্রতিরোধ ত্যাগ করে। মোটকথা মহানবী সা. ধ্বংস করার পরিবর্তে বাধ্য করা পছন্দ করতেন।

এখান থেকে বুঝা যায় মহানবী সা. এর রাজনীতির লক্ষ্য কোরাইশদেরকে হালাক করা ছিলনা, বরং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রেখে দূর্বল ও পরাজিত করা ছিল তাঁর লক্ষ্য।

মহানবী সা. এর সংগ্রামী জীবনে অনেক কৌশল রয়েছে তার কিছু নমুনা নিম্নে তুলে ধরা হলো-মহানবী সা. নিজের প্রতিরক্ষা শক্তিকে সংখ্যা, সংঘবদ্ধতা, পরিশ্রম সামরিক প্রস্তুতি ও চারিত্রিক প্রশিক্ষণের দিক দিয়ে দ্রুত বিকশিত করেছেন, এটাকে যন্ত্রের মত সর্বদা সক্রিয় রেখেছেন এবং এর দ্বারা তিনি বিরোধীদেরকে ভীত সন্ত্রস্থ করে রেখেছেন।

মক্কাবাসীর বাণিজ্য পথকে অবরোধ করে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। সমঝোতা ও চুক্তি সম্পাদনের মাধ্যমে অনেক গোত্রকে পর্যায়ক্রমে শত্রুর কাছ থেকে বিচ্ছিন্ন করে নিজের সাথে নিয়ে নিছেন।

তিনি সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে অনেক রকমের কৌশল অবলম্বন করেছেন। কখনো তিনি শত্রুকে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ না দিয়ে অতর্কিত হামলার পন্থা অবলম্বন করেছেন। (যেমন মক্কা বিজয়)কখনো অভিযানের ঠিকানা গোপন রেখে শত্রু পক্ষকে বিপদে ফেলে রাখতেন।(যেমন বনু মুস্তালিক যুদ্ধ)।

কখনো যুদ্ধের ফলাফল আগে থেকে নিজের পক্ষে করে রেখেন (বদরের যুদ্ধ) আবার কখনো এমন প্রতিরক্ষাকৌশল গ্রহন করেছেন, যার সম্পর্কে শত্রু পক্ষের পূর্ব থেকে কোন অবিজ্ঞতা নাই। (যেমন খন্দক যুদ্ধ)

তাই, আমরা যদি আমাদের দেশকে সামরিক শক্তিতে সমৃদ্ধ করতে চাই - তাহলে সফল রাষ্ট্র নায়ক রাসুল সা. এর অনুসৃত কৌশল অবলম্বন করা ছাড়া কোন বিকল্প নাই।

শিক্ষার্থী, মা'হাদুল ইকতিসাদ ওয়াল ফিকহীল ইসলামী, ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ