মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ।। ৩১ বৈশাখ ১৪৩১ ।। ৬ জিলকদ ১৪৪৫


সরকার অনুমতি দিলে ইজতেমা হবে নির্ধারিত তারিখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাবলিগের বিশ্ব ইজতেমার গতবছরের ঘোষিত নির্ধারিত তারিখ ছিলো আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি ২০২২ সাল।

সারাদেশে যারা তাবলিগের চিল্লায় আছেন তাদের অবগতির জন্য গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত তাবলিগের জোড়ে পুনরায় সে তারিখ ঘোষনা করে বলা হয়েছে, ‘তারা যেনো চিল্লা শেষে ঘোষিত তারিখে ইজতেমা মাঠে উপস্থিত হয়।’

এদিকে তাবলিগের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘সরকার অনুমোদন দিলে ইজতেমা হবে নির্ধারিত তারিখে।’

তবে নারায়ণগঞ্জের এ ঘোষণার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গতবছরের নির্ধারিত তারিখ পোস্ট করেছেন। এতে কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন।

এ বিষয়ে তাবলিগের একটি সূত্র জানিয়েছে, ‘সরকারের সঙ্গে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। তারা বলছেন, ‘ বিশ্ব ইজতেমার বিষয়টি যেহেতু আন্তর্জাতিক। তাই সরকারের সঙ্গে আলোচনা করে ইজতেমার অনুমোদন ও তারিখ নির্ধারণ করা হবে। সে সময় আপনারা জানতে পারবেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ