বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

বরিশাল জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান, সম্পাদক আবু নাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ডিসেম্বর) সোমবার সকাল ৯টায় বরিশাল প্রেসক্লাবে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার শিক্ষাপরিচালক জমিয়ত নেতা মুফতী হাবিবুর রহমান কাসেমী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ছাত্র জমিয়ত শিক্ষার্থীদের ব্যক্তি গঠনের প্রতি মনোযোগী হওয়ার আহবান করে। ব্যক্তিগঠনের সর্বোত্তম আদর্শ হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সা. এর আদর্শ। তিনি বলেন, হজরত আবু বকর রা. ইসলাম গ্রহণের পর একদিন রাসূল সা. কে জিঙ্গাসা করলেন- হে আল্লাহর রাসুল সা. আমার কাজ কি? রাসূল সা. উত্তর দিলেন- আমার যেই কাজ তোমারও সেই কাজ। জাতিকে ইসলামের দিকে আহবান করা।

জমিয়তের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জমিয়তের অবদান আলোচনা করতে গিয়ে মাওলানা নাজমুল হাসান বলেন, জমিয়ত একমাত্র ইসলামী সংগঠন স্বাধীনতা যুদ্ধের সময় যার তৎকালীন মহাসচিব মাওলানা শামসুদ্দীন কাসেমী রহ. সাংগঠনিকভাবে রেজুলেশন করে স্বাধীনতার পক্ষে জমিয়ত নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, বর্তমান সময়ে ছাত্র সমাজ অত্যন্ত সচেতন। রাজনৈতিক নেতৃত্ব কোনো অন্যায় করলে ছাত্ররাই প্রথমে ফুঁসে উঠে তার প্রতিবাদ জানায়। এজন্যই দেশ ও জাতির স্বার্থে কাজ করার লক্ষ্যে সুশৃংখল এবং সুসংগঠিত ছাত্র রাজনীতি যেকোনো দেশের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য দেশের প্রতিটি ইউনিটে ছাত্র জমিয়ত কর্মীদের মজবুতভাবে সাংগঠনিক ভিত গড়ে তুলতে হবে।

কাউন্সিল অধিবেশনে বক্তারা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, মহাসচিব হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর- জমিয়ত পরিবার অনেকদূর এগিয়েছে। আল্লামা কাসেমী রহ. এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরও দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে হবে।

বরিশাল জেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফেজ আব্দুর রহমান ছাব্বিতের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সা'আদ বিন জাকিরের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন, বরিশাল মহানগর জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মুফতী নোমান আহমাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, ছাত্র জমিয়ত বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সিফাতুল্লাহ সা'আদ, ছাত্র জমিয়ত নেতা রফিকুল ইসলাম, নাজমুস সাকিব, আব্দুর রহমান প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফেজ আব্দুর রহমান ছাব্বিতকে সভাপতি, সাইয়্যেদ আবু নাসেরকে সাধারণ সম্পাদক, হাফেজ সুলাইমানকে সাংগঠনিক সম্পাদক ও ত্বকী উসমানীকে প্রচার সম্পাদক করে বরিশাল জেলা ছাত্র জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

অধিবেশন শেষে জমিয়তের প্রয়াত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন অধিবেশনের প্রধান অতিথি মাওলানা নাজমুল হাসান কাসেমী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ