বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান হলফনামায় তথ্য গোপনের অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য নেতাকর্মীদের অপ্রীতিকর কিছুতে না জড়াতে বললেন জামায়াত আমির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

ময়মনসিংহে মসজিদ কমিটির দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলার চরসিরতার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে রফিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (৩০)নামে দুই ভাইকে পিটিয়ে হত্যা এবং তাদের বাবাকে আহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরের এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় একটি মসজিদের কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ছিলো। গতকাল দুপুরে রফিকুল ইসলাম স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন। এসময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন এসে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান।

তাকে বাঁচাতে বাবা আলী আকবর ও তার ভাই শফিকুল ইসলামসহ স্থানীয়রা ছুটে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে হাসেম গ্রুপ ও মজিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।

এ ঘটনায় আজ শনিবার আবারও সালিশ হওয়ার কথা ছিল। শুক্রবার ঘটনার সময় মজিদ গ্রুপের আকবর আলী ও তার দুই ছেলে রফিকুল ও শফিকুল সিরতা ছানুর মোড়ে অবস্থান করলে আবুল হাসেমের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মজিদ গ্রুপের ওপর হামলা চালায়। এসময় রফিকুল, তার ভাই শফিকুল ও তাদের বাবা আকবর আলীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রফিকুল ইসলাম। আহত শফিকুল ও বাবা আকবর আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে শফিকুলের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর মারা যায় শফিকুল।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ রুবেল ও মমতাজ নামে হাসেম গ্রুপের দুইজনকে আটক করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ