সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

জুনায়েদ জামশেদ: বিখ্যাত গায়ক থেকে ইসলামী সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

উপমহাদেশের কিংবদন্তি ইসলামী সংগীতশিল্পী ও একসময়ের সাবেক গায়ক জুনায়েদ জামশেদ পৃথিবী থেকে চলে যাওয়ার ৫ বছর অতিবাহিত হয়েছে। জুনায়েদ জামশেদ অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তবে ধর্ম সম্পর্কে তার আগ্রহ বাড়তে বাড়তে শেষ পর্যন্ত নিজের জীবন ইসলামের নামেই ওয়াকফ করে দেন তিনি।

মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে সম্প্রতি জুনায়েদ জামশেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা শেয়ার করেছেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘দিল দিল পাকিস্তান’ থেকে ‘মেরা দিল বদল দে’ পর্যন্ত জুনায়েদ জামশেদের সফরের গল্প।

এই ভিডিওতে জুনায়েদ জামশেদ তার জীবনে বিশাল পরিবর্তনের বিষয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেছেন, কিভাবে নিজের সফল মিউজিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন তিনি।

পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রিকে বিদায় জানানোর কথা বলতে গিয়ে জুনায়েদ জামশেদ বলেন,  জীবনে অনেক চড়াই-উতরাই পার করেছেন তিনি। যখন তিনি সঙ্গীত শিল্পী ছিলেন, সংগীতশিল্পী হিসেবে তার জীবনে বেশ কিছু চমৎকার মুহূর্ত কেটেছে।

জীবনের সোনালী দিনগুলো কাটছিল এমন সময় হঠাৎ একদিন তার মনে হলো;জীবনের আসল উদ্দেশ্য কি? তিনি কি আজীবন শুধু এটাই করে যাবেন? দামি দামি গাড়ি, গ্লমার, আলো ঝলমলে স্টেজ পারফরম্যান্স, তিনি কি শুধু এগুলোর জন্যই পৃথিবীতে এসেছেন?

যখন তিনি এগুলো ভাবতে শুরু করলেন, এই ভাবনাই তার জীবনে বড় ধরনের পরিবর্তন আনলো। এই ভাবনা থেকে তিনি এক ধরনের মানসিক হতাশার শিকার হতে শুরু করলেন। এই মানসিক হতাশাই তাকে সংগীত জগত ছাড়তে বাধ্য করল।

মিউজিক ছাড়ার সময় জুনায়েদ জামশেদের মাথায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল; তাহল মিউজিক ক্যারিয়ার ছেড়ে দেওয়ার পর কি তার ভক্তরা তার আশপাশে ভিড় করবেন এখন যেমনটা করেন?

তিনি তার কথার সমাপ্তি টানেন এ কথা বলে যে, বিশ্বাস করুন মিউজিক ছেড়ে দেওয়ার পর আমাকে ঘিরে ভক্তদের যে পরিমাণ ভিড় দেখেছি, এমন ভিড় জীবনে আর কখনো দেখিনি।

প্রসঙ্গত, গায়ক হিসেবে জুনায়েদ জামশেদ যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন তা খুব কম মানুষের জীবনেই মেলে। পাকিস্তানের অন্যতম একজন পপ সিঙ্গার হয়েও গায়ক হিসেবে ক্যারিয়ারকে বিদায় জানান তিনি। এরপর তিনি মানুষের হৃদয়ে তার কন্ঠকে নাতে রাসুল-এর মাধ্যমে আজীবনের জন্য বাঁচিয়ে রেখেছেন।

৭ ডিসেম্বর ২০১৬ চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে এক বিমান দুর্ঘটনায় সস্ত্রীক শাহাদাত বরণ করেন জুনায়েদ জামশেদ।

জুনায়েদ জামশেদ মানুষকে ধর্মীয় বিষয়ে অনুপ্রেরণা দিয়ে যেতেন। নাত গাওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

অসাধারণ সব নাতের কারণে পৃথিবী জুড়ে জুনায়েদ জামশেদের অসংখ্য ভক্ত রয়েছেন। যারা তাকে স্মরণ করেন প্রতি মুহুর্তে।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ