বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি: ফাওজুল কবির খান সমমনা ইসলামি দলগুলোর বৈঠক, ঐক্য সম্প্রসারণের চিন্তা যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় পাঁচজনের যাবজ্জীবন তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আফতাবনগর মাদরাসায় সিরাতুন্নবী সা. মাহফিল কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

‘তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও তালেবানের রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, তালেবান সব দেশের সাথেই সুসম্পর্ক চায় এবং তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়।

শনিবার আফগান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অডিও ভাষণে এই কথা বলেন তিনি।

মোল্লা হাসান আখুন্দ আরো বলেন, কোনো দেশের অভ্যন্তরীন ক্ষেত্রে আফগানিস্তান হস্তক্ষেপ করতে চায় না।

আফগানিস্তানের জনসাধারণকে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রাখার জন্য ভাষণে আহ্বান জানান তিনি।

মোল্লা হাসান আখুন্দ বলেন, কিছু লোক জনসাধারণের বাড়িতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই লোকেরা তালেবান সদস্য নয় দাবি করে তিনি কর্তৃপক্ষকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনের জন্য আহ্বান জানান।

চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই দেশটির প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর ৭ সেপ্টেম্বর দলীয় প্রধান মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে রাষ্ট্রপ্রধান ও দলের নীতি নির্ধারনী রাহবারি শুরার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে দেশটিতে অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

সূত্র : তোলো নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ