শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭

শিরোনাম :
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই : সালাহউদ্দিন আহমেদ টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন ধানের শীষের প্রার্থী ভালো নির্বাচন না হলে ভয়াবহ খেসারত দিতে হবে: দুদু নারায়ণগঞ্জের ৫ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন যারা চান্দিনায় খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা ‘ইসলামী আন্দোলনের নেতাকর্মীর জামায়াতে যোগ দেওয়ার সংবাদ হীন উদ্দেশ্যপ্রণোদিত’ ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা বেফাকের ৪৯তম পরীক্ষা শুরু, মোট শিক্ষার্থী তিন লাখ ৭৩ হাজার ‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’ অপসাংবাদিকতার শিকার হয়েছি: আমিরে মজলিস

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নবীন উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আস-সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা-২০২১ সম্পন্ন হয়েছে। শনিবার  (২৭ নভেম্বর)  ৫০জন নবীন উদ্যোক্তাকে রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়।

নিজের উদ্যোগ বা ব্যবসায় ইসলামের নীতি এবং কালচার অনুসরণের চেষ্টা করেন এমন ৩ হাজার উদ্যোক্তা থেকে ধাপে ধাপে বাছাই করে ৫০ জন উদ্যোক্তাকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর সভাপতিত্বে ও ফাহিম বিন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতে মার্কেটিংয়ের বিভিন্ন পদ্ধতি ও শরয়ী দিক-নির্দেশনামূলক কর্মশালা পরিচালনা করেন যথাক্রমে সরোবরের চিফ মার্কেটিং অফিসার শরীফ আবু হায়াত অপু ও আইএফএ কনসাল্টেন্সির কো-ফাউন্ডার মুফতী ইউসুফ সুলতান।

সকাল নয়টায় সম্মাননা অনুষ্ঠান শুরু হয়ে সম্পন্ন হয় বিকাল তিনটায়।

সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা দারুর রাশাদের মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ আলম জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার জনাব জাকির হোসন, রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মুফতী সাইফুল ইসলাম, শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান, লেখক সাইমুম সাদী, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে সেরা দশজন উদ্যোক্তাকে পঞ্চাশ হাজার টাকা করে প্রাইজমানি, সম্মাননা স্মারক সার্টিফিকেট, ক্রেস্ট, ব্যবসা সংক্রান্ত বই ইত্যাদি প্রদান করা হয়। অন্যান্য উদ্যোক্তাদের প্রদান করা হয় সম্মাননা স্মারক সার্টিফিকেট, ক্রেস্ট, ব্যবসা সংক্রান্ত বই ইত্যাদি।

প্রসঙ্গত, মানুষকে হালাল উপার্জনে উৎসাহিত করা, হালাল কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা ও তরুণদেরকে কর্মমুখী করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। যারা নতুন নতুন বিষয় উদ্ভাবন করছেন, নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে, ইসলামের অনুশাসন মেনে পরিচালনার চেষ্টা করছেন— প্রকারান্তরে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছেন। এজন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদেরকে উৎসাহিত করার জন্য সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

নবীন উদ্যোক্তা সম্মাননার মাধ্যমে নবীন উদ্যোক্তাদেরকে স্বীকৃতি ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসাহ প্রদান, পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি, সহায়ক প্রকল্পের জন্য যোগ্য উদ্যোক্তাদের সন্ধান লাভ করা ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ