বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

বরিশালে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মাঠে নেমেছে প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাধ্যবাধকতা থাকলেও বরিশালের আন্তঃজেলা রুটের বাসে লাগানো হচ্ছে না ভাড়ার তালিকা। যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে বাস মালিকরা। জনসাধারণের এমন ভোগান্তি লাঘবে মাঠে নেমেছে প্রশাসন।

যাত্রীরা বলছেন, আমরা চার্ট অনুযায়ী ভাড়া দেব। কিন্তু বাস মালিকরা কোনা চার্ট না দেখিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করছে। তারা কোনো চার্টই প্রকাশ করে নাই। এই অতিরিক্ত ভাড়া দেওয়া আমাদের জন্য কষ্টকর।

চালকরা বলছেন, মালিকরা সরবরাহ না করায় ভাড়ার তালিকা টাঙানো হয়নি বাসে।

এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয় নগরীর বিভিন্ন বাস স্টান্ডে।

বিআরটিএ বরিশাল সার্কেলের মটরযান পরিদর্শক মো. জাফর হাসান বলেন, আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। এখানে দেখা হচ্ছে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা। প্রমাণ পেলে তাদের জরিমানা করা হচ্ছে।

বরিশালের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, বেশ কয়েকটি কাউন্টারে ভাড়ার কোনো চার্ট ছিল না। তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন বাসচালকের ড্রাইভিং লাইন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।

বরিশালের আন্তঃজেলা রুটের ১৩টি বাসে ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করে ৫টি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪ টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ