মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা

ছোট আপার বিচ্ছেদে যে কবিতাগুলো লিখেছিলাম: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানকিভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী یادیں ইয়াদেঁ  মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি প্রতি রোববার ও বুধবার প্রকাশ হবে ইনশাল্লাহ। আজ ছাপা হলো ৫২ তম কিস্তি। অনুবাদ করেছেন মুহাম্মদ উমর ফারুক ইবরাহীমী।]


পূর্ব প্রকাশের পর: ছোট আপার বিচ্ছেদ বিরহ এবং আমার বুকফাটা আবেগকে আমি কাব্যাকারে এভাবে প্রকাশ করে লিখেছিলাম-

ছোট আপা! শিরোনাম তুমি আমার এ কবিতার,
এ আসরের শোভা তুমি , তুমিই এর অলঙ্কার।
চোখের শীতলতা তুমি আমাদের আদর্শ পিতার,
প্রতিভাত মুখের উদ্ভাস তুমি মহীয়সী মাতার।

বোনদের হৃদয়ানন্দ তুমি প্রাণের কুচকাওয়াজ,
ভাইদের বেদনার প্রতিকার তুমি সকল আসরের সাজ।

আদর-স্নেহের ভুবনে তুমি সদা সুবাসিত ফুল, পুষ্পোদ্যান তুমি, তুমি কুসুমকেয়ারী মনোরোম।

জনসমাবেশ, কোলাহল যেথা বহু বিচিত্র মানুষের,
সেখানেও তুমি অনন্যা, নিরূপমা তুমি প্রিয় বোন আমার।

বিরাগি-প্রীতি, আলো -আঁধারীতে,
দীপিকা, দীপ্ত প্রদীপ তুমি,
যতদূর যায় দৃষ্টি আমার, দেখি যতো প্রকৃতি,
শোভা তুমি সেথা, স্রষ্টার নিসর্গ তুমি।

তোমার সংস্পর্শ খুলে দেয় কতশত আশার দুয়ার,
যেন নতুন ঈদের চাঁদ তুমি আমার ভালোবাসার।

দিয়েছো পাঠদান আমাকে তুমি, কত ঘুমপাড়ানি গানের তানে-
প্রিয় বোন আমার, বন্ধু আমার , মমতাময়ী মাতৃসম ওহে....

চলবে ইনশাআল্লাহ...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ