বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

দাঁত ও হাড়ের যত্নে পনিরের উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দাঁত ও হাড়ের যত্নে প্রতিদিন ক্যালসিয়াম খাওয়া উচিত। ক্যালসিয়ামের অন্যতম উৎস হতে পারে চিজ বা পনির। প্রতিদিন পরিমিতভাবে পনির খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি।

হাড় মজবুত করা থেকে হৃদযন্ত্র ভালো রাখা-মানবদেহে পনিরের প্রভাব রয়েছে। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি-১২, জিহ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো উপাদান। যা দাঁত ভাল রাখার জন্য উপযোগী৷

পাশাপাশি, চিজ স্ট্রেস রিলিফ হিসেবেও দারুণ কার্যকর৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন কে-টু থাকার ফলে পনির খেলে বহু শারীরিক সমস্যা প্রতিহত হয়৷

দাঁত ভালো রাখতে পনির জুড়িহীন৷ নিয়মিত ডায়েটে পনির থাকলে ক্যাভিটি তৈরি হয় না৷ চিজের ল্যাকটিক অ্যাসিড দাঁতের এনামেলকে রক্ষা করে৷ ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি-এর উপাদান চিজ দাঁতকে মজবুত করে৷ নিত্য ডায়েটে পনির থাকলে পেশি সুগঠিত হয়৷ ওজন হ্রাসের ক্ষেত্রেও চিজ উপযোগী৷ ডায়েটিং যারা করছেন, তারা আহার্যে রাখুন পনির।

পনিরের মাইক্রো ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকার ফলে ক্ষুদ্রান্তকে সুস্থ রাখে৷ মেটাবলিক প্রসেস যথাযথ রেখে পরিপাক ক্রিয়াকে উন্নত করে৷ চিজের স্যাচিওরেটেচ ফ্যাট শরীরের কর্মশক্তি বৃদ্ধি করে৷ পনিরে আছে ভিটামিন বি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি৷ এর ফলে মানবদেহের হাড় মজবুত হয়৷ ফলে শিশুদের ডায়েটে পনির থাকা জরুরি।

বয়স্কদের ডায়েটেও পনির রাখা ভাল। কারণ পনির তাদের প্রতিরোধ শক্তি দেয় হাড়ের অসুখ অস্টিওপোরোসিস থেকে। এই পরিস্থিতিতে শরীরের হাড় অতিরিক্ত ভঙ্গুর হয়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ