বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে সিলেবাস সংক্ষিপ্ত করলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে ইবতেদায়ী, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া উলয়া ও ফজিলতের  নেসাব সংক্ষিপ্ত করেছে দেশের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (৯ অক্টোবর) বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৩/০২/৪৩হি, তারিখের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সুপারিশ অনুযায়ী ২৫/০২/৪৩হি, তারিখের মজলিসে খাস- এর সিদ্ধান্ত মােতাবেক বিশেষ পরিস্থিতি বিবেচনায় আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্ন সংশ্লিষ্ট কিতাবের নিম্ন বর্ণিত অংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। অতএব পরীক্ষার্থীগণ তদনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তবে পড়ানাের ক্ষেত্রে মূল নেসাব সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে।

জানা যায়, আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে নেসাব সংক্ষিপ্তকরণ মজলিসে খাস-এর বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুফতি নুরুল আমিন ও মাওলানা মনিরুজ্জামান।

আরো জানা যায়, উক্ত মজলিসে আগামী ৩০ অক্টোবর শনিবার ও ৪ ডিসেম্বর শনিবার মজলিসে শুরার সভার তারিখ নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত মজলিসগুলাতে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

-কেএল

No photo description available.

No photo description available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ