শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১০ জিলকদ ১৪৪৫


মাওলানা তারিক জামিল কি শুধু সেলিব্রেটি-নেতাদের কাছেই দাওয়াত নিয়ে যান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

উপমহাদেশের প্রখ্যাত দায়ী মাওলানা তারিক জামিলকে বিবিসি উর্দুর সাংবাদিক ফারুক আদিল জিজ্ঞেস করেছিলেন যে আপনার নামে প্রচলিত আছে, আপনি টিভি অভিনেতা ও বড় বড় রাজনীতিবিদদের কাছে দাওয়াত নিয়ে যান, সাধারণ মানুষ আপনাকে শুধু টিভি স্ক্রিন অথবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়, তাদের কাছে খুব একটা যান না আপনি?

এর জবাবে মাওলানা তারিক জামিল বলেছিলেন, মানুষের মাঝে প্রচলিত এই ধারণা সঠিক নয়, সেলিব্রেটি, রাজনৈতিক নেতা, সাধারন মানুষ সবার মাঝেই আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাই, তবে মিডিয়া শুধু সেই লোকদের খবরগুলো কাভারেজ দেয় যারা সেলিব্রিটি অথবা নেতা, সাধারণ মানুষদের কাছে গেলে এসব খবর মিডিয়া কাভারেজ দেয় না এবং এতে তাদের কোনো আগ্রহও থাকে না।

তিনি বলেন, বিষয়টি হলো: আপনাদের ক্যামেরা তখনই আমাকে কাভারেজ দেয় যখন আমি প্রসিদ্ধ কারো সাথে দেখা করতে যাই, কিন্তু যখন আমি গরীব ও সাধারণ মানুষের সাথে সাক্ষাতে যাই তখন আপনাদের কোন ক্যামেরাম্যান আমার সাথে আসে? উল্টো প্রশ্ন করেন তিনি।

সূত্র: বিবিসি উর্দু।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ