বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা ‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

আমি চোর নই, আমি মায়ের অবাধ্য সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

এক যুবক তার মায়ের খেদমত করতো৷ হঠাৎ যুবকের মনে হজ্জ করার প্রেরণা জেগে বসলো৷ মা তাকে হজ্জ করতে এই বলে নিষেধ করলেন যে, তুমি চলে গেলে আমার খেদমত কে করবে৷ এভাবে কয়েক বছর যুবক হজ্জে যাওয়ার নিয়ত করে আর তার মা নিষেধ করে দেন৷

পরের বছর যুবক জেদ করেই মায়ের নিষেধ না মেনে হজ্জে রওয়ানা হয়ে যায়৷ পথিমধ্যে রাতে এক মসজিদে অবস্থান নেয়৷ ঘটনাক্রমে সে রাতে এলাকায় চুরি হয়ে যায়৷ লোকজন চোর তালাশ করে করে মসজিদে এসে এই অপরিচিত যুবককে দেখতে পায়৷ অচেনা হওয়ায় লোকজন তাকেই চোর বলে ধরে এনে উত্তম-মাধ্যম দেয়া শুরু করে৷ অপমান, লাঞ্ছনা করতে থাকে৷ কেউ গালি দেয়৷ কেউ চড়-থাপ্পড় দেয়৷ কেউ কিল-ঘুষি লাথি দেয়৷

এলাকাবাসী মেরেটেরে অবশেষে চোরকে বিচারকের কাছে হস্তান্তর করে দেয়৷ বিচারক চুরা করা বিষয়ে তার কাছে তথ্য জানতে চান৷ কিন্তু যুবক কোন তথ্য দিতে পারেনি৷ নিজে চোর নয় সাব্যস্ত করার চেষ্টা করতে থাকে৷ কিন্তু উপযুক্ত তথ্য না পাওয়ায় বিচারক লোকজনকে একত্র করে চুরির শাস্তি প্রয়োগ করার ঘোষণা দেন৷ এবং যুবক বয়সে কাজ না করে চুরির পেশা গ্রহণ করার জন্যে তিরস্কার করেন৷

কিন্তু এইসবের পিছনে মায়ের আদেশ না মানাই ছিলো মূল কারণ যুবক বুঝতে পারে৷ সুতরাং যুবক বিচারককে উদ্দেশ্য করে বলতে লাগলো, মাননীয় বিচারক সাহেব! আমি চোর তাই চোরের শাস্তি এমনই হয় এই কথা বলবেন না৷ বরং এই কথা বলুন-আমি মায়ের অবাধ্য সন্তান৷ আর মায়ের অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতে আমার মতোই হয়ে থাকে৷ এই কথা বলে যুবক হাউমাউ করে লোকজনের সামনে কাঁধতে শুরু করে দেয়৷ সূত্র: খুতুবাতে আসলাম

লেখক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ