বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা ‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায়

বন্ধু গ্রহণে সতর্কতা কাম্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উসমান বিন আব্দুল আলিম।।।

মানুষ সামাজিক জীব। তাই সমাজে চলতে-ফিরতে একে-অপরের সাথে দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা, চলাফেরা হার হামেশা-ই হয়ে থাকে। এভাবেই একপর্যায়ে বিশেষ কারো সাথে গড়ে উঠে বন্ধুত্বের বন্ধন। আর এই বন্ধন থাকাটা স্বাভাবিক। কেননা, মানুষ বলতেই যে,সবার সাথে কথা বলতে পারবে,মিশতে পারবে এরকম নয়।

প্রতিটি মানুষের ভিন্ন-ভিন্ন নিজস্ব কিছু স্বভাব রয়েছে। একেকজনের একেক অভ্যাস। একজনের সাথে যে সবার খাপ খাবে এরকমটি নয়। তাই আমরা নিজের মতো করে বা নিজেকে বুঝে অথবা যার সাথে চললে সে আমার মত করে বুঝবে এরকম মানুষ চাই। যদি পেয়ে যাই তাহলে আমরা তাকে বন্ধু হিসেবে বিশ্বাস করি,গ্রহণ করি।

তবে এই বন্ধু গ্রহণে আমারা কতটুকু সতর্কতা অবলম্বন করি সেটাই ভাবার বিষয়! কেননা, একটা ভালো বন্ধুই পারে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে। সাহস যোগাতে। বিপদে পাশে থাকতে। সাফল্যের চূড়ায় পৌঁছতে সাহায্য করতে। ভালো-মন্দে সর্বদা পাশে থাকতে। জীবনকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে সহোযোগিতা করতে। অনুপ্রেরণা দিতে।

আর একটা খারাপ বন্ধু_স্বাভাবিক জীবনকে কঠিন করে তুলে।বিপদে পাশে থাকে না। নিজেকে অন্ধকার জগতে ঢুকিয়ে দেয়।সর্বত্র ক্ষতি করে। সর্বদা অনুৎসাহিত করে। তাই আমাদেরকে সবসময়ই মনে রাখতে হবে যে, আমি বন্ধু গ্রহণ করবো_যে আমার জন্য কল্যাণের হবে।আমার জীবন ধ্বংসের কারণ হবে না। বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবো।হওয়াটা প্রয়োজনও।তবে এরজন্য সর্বদা সচেতন থাকতে হবে। আমরা সঠিক বন্ধুর সন্ধান পেয়েছি কিনা!

বলা হয়ে থাকে_বন্ধু হচ্ছে 'পিচ্ছিল' জায়গার ন্যায়। যেখানে পা রাখতে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় অসতর্কতার পিচ্ছিলে পা দিয়ে আপনার শরীরের কোন অংশে ক্ষতিগ্রস্ত হবে।

তাই আমার আপনার জীবনে বন্ধু গ্রহণে সর্তকতা অবলম্বন করতে হবে। ন্যায় নিষ্ঠাবান ও সৎচরিত্রের গুণাবলী দেখে বন্ধু নির্বাচন করতে হবে। কারণ বন্ধুত্বের মাধ্যমেই আমার আপনার জীবন বদলে যেতে পারে। বন্ধুত্ব হোক সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি।

লেখক, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ