বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

বাদশাহ হারুনুর রশীদের প্রতি বাহলুল পাগলের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: একবার হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলার সাথে বাদশাহ হারুনুর রশীদের সাক্ষাত হয়৷ হারুনুর রশীদ তাঁকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবত আপনার সাথে সাক্ষাত করার আমার কামনা-বাসনা ছিলো৷ হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি৷

বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন৷ তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কী নসিহত করবো৷ তবে এইযে অট্টালিকাগুলো দেখছেন৷ এইযে মহল্লাগুলো৷ সেখানে নামিদামী যারা বসবাস করতো, তাদের বর্তমান ঠিকানা হলো ঐযে দেখা যায় কবরস্থান সেখানে৷ এর চেয়ে বড় কোন আর নসিহত হতে পারে না৷ তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্যকোন নসিহতের প্রয়োজন পড়ে না’৷

তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘হে আমীরুল মুমিনীন! আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে, যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে৷ ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে৷ লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে’৷

এই নসিহত শুনে বাদশাহ কাঁধতে শুরু করে দেন৷ কাঁধতে কাঁধতে হেঁচকি দিতে শুরু করেন৷ ধুকধুক করে কান্না করতে থাকেন৷

হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা মুস্তাজাবুদ্দাওয়াহ বুযুর্গ ছিলেন৷ বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন৷ তিনি সেগুলো ফিরিয়ে দেন৷ এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে ফিরিয়ে দেন যেনো হাশরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহী করতে না হয়৷ আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোন পাথেয়ও থাকবে না৷

বাদশাহ হারুনুর রশীদ এই কথা শুনে কাঁধতে শুরু করেন৷ বাদশাহ হারুনুর রশীদ নিজেও বড় আলেম ছিলেন৷ হাদীস বিশারদ ছিলেন৷ সুবিচারক বাদশাহ ছিলেন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ