আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে ভর্তি করানো হয় তাকে। বিষয়টি মাওলানা আতাউর রহমান আতিকীর ছেলে ফাহিম নূর আতিকী আওয়ার ইসলামকে জানিয়েছেন।
তিনি জানান, ‘আমার বাবার কিডনির লেভেল বেড়ে গেছে। তিনি আজ হঠাৎ ব্রেনস্টোক করেছেন। বর্তমানে হাসপাতালের বেডে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আমি আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সবাই আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।’
এমডব্লিউ/