সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

৬৬% ছাড়ে সুলতানসের অনলাইন ভিডিও এডিটিং কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপে কাজ হারানো মানুষকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে অনলাইন ভিডিও এডিটিং কোর্সের আয়োজন করছে সুলতানস। লকডাউনে স্কুল-মাদরাসা-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যারা বিকল্প কাজ ও ইনকাম খুঁজছেন, তাদের জন্যই সুলতানসের এ আয়োজন।

প্রতি মাসে মাত্র ২০০০/- টাকা করে প্রদানের সুযোগে ২৪,০০০/- হাজার টাকার কোর্সটি ৬৬% কমিশনে মাত্র ৮০০০/- টাকায় সম্পন্ন করতে পারবেন যেকেউ। এছাড়াও বিশেষ ব্যক্তিদের প্রোমোকোড ব্যবহার করে রেজিস্টেশন করলে ৬৬%-এর পরেও পাচ্ছেন বিশেষ ছাড়!

ভিডিও এডিটিং কোর্সটিতে যা শিখানো হবে— প্রিমিয়ার প্রোতে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের A to Z। ভিডিও এডিটিংয়ের ১০০+ শর্টকার্ট কি (key) সিক্রেট। এক, দুই বা তার অধিক ক্যামেরার প্রোগ্রাম এডিটিং। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং জমজ ক্যারেক্টার তৈরি। অডিও এডিটিং ও মিক্সিংয়ের A to Z। প্রিমিয়ার প্রোর মাধ্যমে ইফেক্টস এবং লোয়ারথার্ড তৈরি। ২৫টির বেশী বিষয়ের ৪০টি ক্লাসে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে দক্ষতা অর্জনের সুবিধা। এছাড়া কোর্সে শেষে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সি করে আয়ের পদ্ধতিবিষয়ক বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।

প্রতি সাপ্তাহে ২ দিন করে মোট ৪০টি অনলাইন ক্লাসের মাধ্যমে মাত্র ৪ মাসে কোর্স সম্পন্ন করানো হবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন কোম্পানীতে ইন্টারনি করার সুবিধা তো থাকছেই। কোর্সে অংশগ্রহণ করতে ৩০ আগস্টের মধ্যে নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে রেজিস্টেশন কনফার্ম করতে হবে। রেজিস্টেশন করতে কল করুন— 01810011158 নম্বরে অথবা ইমেইল করুন— sultaansbd@gmail.com ঠিকানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ