রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে ৪১৪ কোটি ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেড় বছরের বেশি সময় জুড়ে পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে কোভিড-১৯। এ আতঙ্ক দূর করতে নানা দেশে দেয়া হয়েছে কোভিড ভ্যাকসিন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে দেখা গেছে, করোনা প্রতিরোধে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪১৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেয়া হয়েছে।

এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছে চীন। ২০১৯-এর শেষ দিকে এ দেশেই সবার আগে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। এ অবস্থা থেকে উত্তরণে তারা দেশজুড়ে কড়া লকডাউনসহ নানা বিধিনিষেধ জারি করে। এর সুফলও তারা ভালোভাবেই পায়। রোববার পর্যন্ত এ বিশাল দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে মাত্র ৯৩ হাজার পাঁচজন।

অন্যদিকে দেশটিতে মারা গেছে মাত্র চার হাজার ৬৩৬ জন। অন্যান্য প্রতিরোধ ব্যবস্থার সাথে সাথে তারা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রেও অগ্রগামী। এ পর্যন্ত তারা ১৬৫ কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছে নিজেদের দেশে।

এরপরে আছে ভারত ও যুক্তরাষ্ট্র। দেশ দুটি দিয়েছে যথাক্রমে ৪৬ কোটি ১৫ লাখ এবং ৩৪ কোটি ৫৬ লাখ ডোজ ভ্যাকসিন। পরবর্তী পর্যায়ে থাকা ব্রাজিল দিয়েছে ১৪ কোটি ২৫ লাখ, জার্মানি নয় কোটি ২০ লাখ, যুক্তরাজ্য আট কোটি ৪৯ লাখ, জাপান আট কোটি ৪০ লাখ, তুরস্ক সাত কোটি ৩৩ লাখ। তবে করোনার অধিকাংশ টিকাই যেহেতু দুই ডোজ করে দিতে হয়, তাই স্বাভাবিকভাবে বলা যায়, পূর্ণ ডোজপ্রাপ্ত লোকের সংখ্যা অর্ধেকেরও কম।

দেড় বছরের অধিক সময় জুড়ে দাপিয়ে বেড়ানো করোনায় এ পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছে ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার মানুষ। এর থেকে সুস্থ হয়েছে ১৭ কোটি ৯৫ লাখ ২১ হাজার ৪৫০ জন। আর মারা গেছে ৪২ লাখ ৩৮ হাজার ৫০৩ জন।

করোনায় এ পর্যন্ত শনাক্তের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও ব্রাজিল।

মৃত্যুর দিক দিয়েও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ছয় লাখ ২৯ হাজার ৩১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও ভারত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ