সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

রেকর্ড সংখ্যক শনাক্ত ‘ডেঙ্গু রোগী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সঙ্গে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২১৯ জন। রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮২৮ জন। অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ৩৪ জন। সব মিলিয়ে মোট রোগীর সংখ্যা ৮৬২ জন।

চলতি মৌসুমে শুধু শিশু হাসপাতালেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে। এখন পর্যন্ত সারাদেশে আক্রান্ত আড়াই হাজার। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া এডিস মশার উপযোগী হওয়ায় চলতি মাসে আরও বাড়বে ডেঙ্গুর প্রকোপ। এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে।

করোনা মহামারিতে বিপর্যস্ত দেশে এখন চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। যার সবচেয়ে বড় হটস্পট ঢাকা। শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। ঢাকা শিশু হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ২৮ শিশু। করোনায় ঘরবন্দি সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তারাই।

রোগীর এক স্বজন বলেন, আমার শিশুর রক্ত পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ এসেছে। কিন্তু ডাক্তার বলেছেন, ৯৯ শতাংশই নিশ্চিত যে ডেঙ্গু হয়েছে। এখনও অবস্থা খারাপই। আইসিইউতে দিতে চেয়েছে। কিন্তু এখনও দেয়নি। আজকে হয়তো দিতে পারে।

কেউ কেউ বলেন, আমাদের ওখানে মশা আছে। বাসায় সব সময় মশারি টানিয়েই ঘুমাই। দিনের বেলাতেও মশারি টানাই। তারপরও কীভাবে ডেঙ্গু হচ্ছে, তা বলতে পারি না।

এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে দুই সিটি করপোরেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ