রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার

করোনায় ১৩ দেশের নাগরিক বাদে বিদেশীরা পাচ্ছেন ওমরার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণরোধী টিকার সম্পূর্ণ ডোজ দেয়া সাপেক্ষে সৌদি আরবের বাইরে থেকে আসা বিদেশী যাত্রীরা ওমরা করার সুযোগ পাচ্ছেন। তবে সৌদি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা ১৩ দেশের নাগরিকদের এখনই এই সুযোগ পাচ্ছেন না।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়। দেশটিতে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় আগস্ট থেকেই ১৩ দেশ ছাড়া অন্য দেশের নাগরিকরা ওমরার সুযোগ পাচ্ছেন।

নিষেধাজ্ঞায় থাকা এই দেশগুলো হচ্ছে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, তুরস্ক, মিসর, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও আর্জেন্টিনা। দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ও বিভিন্ন ধরনের বিস্তারের কারণ জানিয়ে এর আগে সৌদি নাগরিকদের এই ১৩ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হজ ও উমরা মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম বিন সাইদ জানান, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের (জিএসিএ) নির্দেশনা মেনেই সৌদি আরবের বাইরে থেকে বিদেশী নাগরিকরা এসে ওমরা পালন করতে পারবেন।

এর আগে সৌদি আরবের অনুমোদিত করোনাভাইরাস সংক্রমণরোধী টিকার সম্পূর্ণ ডোজ দেয়া সাপেক্ষে ১ আগস্ট থেকে দেশটিতে বিদেশী পর্যটকদের ভ্রমণের অনুমতি দেয়ার ঘোষণা দেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ফাইজার, অ্যাস্ট্রাজেনকা ও মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ