শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আল্লাহর যে গোলামকে সালাম প্রেরণ করেছিলেন হজরত খিজির আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের : একজন যুবক শহরে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হলো। পথিমধ্যে একজন বুড়ো লোকের সাথে দেখা। বুড়ো লোকটি যুবককে বললো, তুমি যেহেতু শহরে যাচ্ছো তাহলে আমার একটি উপকার করে দাও। শহরে আব্দুল্লাহ হাজিব নামে বাদশার একজন দারোয়ান আছে তাঁকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ো।

যুবকটি শহরে আসলো। এই নামের লোকটি খোঁজ করতে লাগলো। অনুসন্ধানে সে আব্দুল্লাহ হাজিব এর কাছে পৌঁছলো। এবং বুড়ো লোক কর্তৃক প্রেরণকৃত সালাম জানালো। দারোয়ান সালামের উত্তর দিলো। দারোয়ানের কাছে যুবকটি বুড়ো লোকের পরিচয় জানতে চাইলো। দারোয়ান বললো, তাঁর মাঝে আর আমার মাঝে একটি হৃদয়ের সম্পর্ক আছে সেটি তোমার জানার প্রয়োজন নেই। যুবক নাছোড়বান্দা। বলতে লাগলো, বুড়ো লোকটিকে দেখে অনেক বুযুর্গ মনে হয়েছে সুতরাং আমাকে তাঁর পরিচয় জানতে হবে।

দারোয়ান অবশেষে বুড়ো লোকটির পরিচয় দিতে বাধ্য হলো। বললো, উনি হলেন হযরত খাজির আলাইহিস সালাম। হযরত খাজির আলাইহিস সালামের নাম শুনে যুবকটির মনে আরো তৃষ্ণা বেড়ে গেলো।

মনে প্রশ্ন জাগলো এই লোকটি দাড়োয়ান হয়ে হযরত খাজির আলাইহিস সালামের সাথে এতো গভির সম্পর্ক কীভাবে হলো। মনের প্রশ্নটি যুবক দারোয়ানের কাছে করে বসে। দারোয়ান বললো, তা তোমার জানার প্রয়োজন নেই। কিন্তু যুবক তার প্রশ্নের উত্তরের জন্যে অনঢ়। যুবক উত্তর শুনবেই। অবশেষে দারোয়ান বললো, সে তো লম্বা কথা।

মূল রহস্য হলো, আমি দুনিয়াবী কাজ করার সময় আমার মহান রাব্বুল আলামীনকে ভুলি না। আমি বাহ্যত দৃষ্টিতে করছি তো দুনিয়াবী কাজ, কিন্তু আমার অন্তর থাকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। তাআল্লুক মাআ আল্লাহ। এই একটি গুণই আছে আমার জানা মতে।

প্রিয় পাঠক! তাআল্লুক মাআ আল্লাহ কতো বড় নিয়ামত। আমরা যদি দুনিয়াবী কাজ করার সময় মনে করি এই কাজ করতে আমার প্রতিপালক আদেশ করেছেন, তখন আর উক্ত কাজ দুনিয়াবী কাজ থাকে না। আল্লাহ তাআলার আদেশ পালন করার নিয়ত করার সাথে সাথে উক্ত কাজটি পরকালের কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকল কাজ তাঁর উদ্দেশ্যে করার তাওফিক দান করুন। আমীন।

সূত্র: ওয়াকিআত পড়হে আওয়ার ইবরত লিজায়ে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ