শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিয়ে সিগন্যালিং করা হচ্ছে: নাহিদ ইসলাম ২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি

দীর্ঘসময় হেডফোন ব্যবহারে বিপদ ডেকে আনছেন না তো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রযুক্তিনির্ভর এই যুগে ভার্চুয়াল জগতে আরও অ্যাক্টিভ থাকতে প্রতিনিয়তই ব্যবহার করা হয় অসংখ্য গ্যাজেট। নানা রকম গ্যাজেটের ব্যবহারের ক্ষেত্রে বর্তমান সময়ে হেডফোন বেশ দরকারি। কিন্তু দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে রাখলে কানের অনেক ক্ষতি হয়। এ বিষয়টি হয়তো অনেকেরই অজানা। জেনে নিন ক্ষতিকর এই অভ্যাসের ফলে আপনার কী কী সমস্যা হতে পারে-

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, টানা এক ঘণ্টার বেশি কেউ যদি কানে হেডফোন গুঁজে রাখেন, তবে তার শ্রবণক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। অন্যের সঙ্গে হেডফোন শেয়ার করাটাও খুব একটা সুবিধার কাজ নয়। এর ফলে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সহজে ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন একজনের থেকে অন্যজনের দিকে ছড়াতে পারে।

এ দিকে, এনআইএইচএল বা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস সূত্র অনুযায়ী, সর্বোচ্চ শব্দমাত্রার ৬০ শতাংশের বেশি ভলিউম বাড়ানো কখনোই উচিত নয়। এছাড়া দীর্ঘসময় হেডফোন পরে থাকলে কানের গহ্বরের ভেতরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কানের ভেতরে ঘাম জমতে থাকে। এর থেকে ব্লাকহেড বা অ্যাকনে জন্মায়।

অন্যদিকে, দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করা থেকে ভার্টিগোর মতো সমস্যাও দেখা যেতে পারে। প্রায়শই বেশিক্ষণ হেডফোন ব্যবহার করলে বমিবমি ভাব, মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব অনুভূত হয়। এগুলো সবই ভার্টিগোর প্রাথমিক উপসর্গ।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন ২০১৮ সালে একটি গবেষণা করে দেখেছে, ব্লু-টুথ হেডফোন ব্যবহার করলে শরীরে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশনের প্রভাব পড়ে। যা খুবই ক্ষতিকারক। এছাড়া গাড়ি চালানোর সময় কিংবা রাস্তায় চলাকালীন বেশি ভলিউমে হেডফোনে গান শোনা উচিত নয়। এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ