রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ওয়ান বক্স পলিসি’র রূপকার পীর সাহেব চরমোনাই দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থী বৈধতা পেলেন মোসাব্বির হত্যার শুটার ও সমন্বয়কারীসহ চারজন গ্রেপ্তার দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে: হাসনাত আবদুল্লাহ গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন: পীর সাহেব চরমোনাই বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা দ্বিতীয় বিয়েতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ফরিদপুরে পাঁচ শতাধিক কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা

‘সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে, হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিকদের দুই-তৃতীয়াংশ ভাগই মনে করেন সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু ধর্মের অনুসরণ করা জরুরি। গত ২৯ জুন এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে পিউ রিসার্চ।

এতে জানানো হয়, করোনা মহামারীর আগে ২০১৯ সালের শেষ থেকে ২০২০ সালের শুরু পর্যন্ত এই জরিপ চালানো হয়। ‘ভারতে ধর্ম : সহনশীলতা ও বিচ্ছিন্নতা’ (রিলিজিয়ন ইন ইন্ডিয়া : টলারেন্স অ্যান্ড সেগ্রিগেশন) শিরোনামের এই জরিপে মোট ২৯ হাজার নয় শ’ ৯৯ জন অংশগ্রহণকারী এতে অংশ নেন।

জরিপে অংশ নেয়া ৬৪ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক মত দেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দু হওয়া জরুরি। অপরদিকে ৫৯ ভাগ মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় হতে হলে হিন্দিতে কথা বলতে পারাটা জরুরি।

সত্যিকার ভারতীয় হতে দুইটি বিষয়ের ওপরই গুরুত্ব দেন জরিপে অংশ নেয়া ৫১ ভাগ হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক।

একইসাথে অন্য ধর্মের নাগরিকের সাথে হিন্দু নারীদের বিয়ে বন্ধ করতে ৬৭ ভাগ ও হিন্দু পুরুষদের বিয়ে বন্ধ করতে ৬৫ ভাগ মতামত দেন।

জরিপে অংশ নেয়া ৮৫ ভাগ হিন্দু অবশ্য মত প্রকাশ করেন, সত্যিকার ভারতীয় পরিচয়ের সাথে সকল ধর্মকে সম্মান করার বিষয় জড়িত। এই প্রশ্নে ৭৮ ভাগ মুসলমান ভারতীয় নাগরিক, ৭৮ ভাগ খ্রিস্টান, ৮১ ভাগ শিখ, ৮৪ ভাগ বৌদ্ধ ও ৮৩ ভাগ জৈন নাগরিক একমত হন।

এদিকে জরিপে অংশ নেয়া ৭২ ভাগ হিন্দু নাগরিক মত দেন, যারা গরুর গোশত খাবে তারা হিন্দু নয়। এর বিপরীতে ৪৯ ভাগ মত দেন, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হিন্দু নয়। অপরদিকে ৪৮ ভাগের মতামত, যারা মন্দিরে যায় না ও পূজা করে না, তারা হিন্দু নয়।

সূত্র: পিউ রিসার্চ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ