সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

হাইয়াতুল উলইয়ার ফলাফল প্রকাশে নতুন করে যা জানা গেলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কবে? এমন প্রশ্ন এখন পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস ২৬ দিন পেরিয়ে গেলেও এখনো ফলাফল ঘোষণা না করায় এমন প্রশ্নের জন্ম দিয়েছে শিক্ষার্থীদের।

বিষয়টির কথা ভেবে গত ১৬ জুন (বুধবার) হাইয়াতুল উলইয়ার অফিসে এক বৈঠক থেকে আগামী ১১ জুলাই (৩০ জিলক্বদ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়। ঘোষিত এ তারিখ মোতাবেক রেজাল্ট প্রকাশিত হবে কিনা?

আওয়ার ইসলামের পক্ষ থেকে জানতে চেয়েছিলাম হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমানের কাছে।তিনি জানান, আমরা ঘোষিত তারিখে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে দুয়েকদিন এদিক-সেদিকও হতে পারে।

এদিকে লকডাউনের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে উল্লেখ করে এ অফিস সম্পাদক বলেন, রেজাল্ট তৈরি হয়ে গেলে আমরা আপনাদের জানাবো।

এর আগে এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘আমাদের পরীক্ষার খাতা (উত্তরপত্র) নিরীক্ষণ হয় তিনটি ধাপে। এতে প্রথম ধাপে নিরীক্ষণ করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগে। দ্বিতীয় ধাপে ৬ থেকে ৭ দিন আর তৃতীয় ধাপে সময় লাগে ২ থেকে ৩ দিন। সবশেষে ফলাফল প্রকাশ সংক্রান্ত চূড়ান্ত কাজ সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগে সাধারণত।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ