মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


করোনাকালে সুখবর পেলো ঢাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো সুখবর। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।
ইতোমধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।’

গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, এ বছর বিভিন্ন বর্ষের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে আবাসিক ফি ও পরিবহন ফি নেওয়া হয়।

তবে, আবাসিক হলে না থাকার পরেও এসব ফি পরিশোধের কারণে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান এবং ফি মওকুফের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসব ফি মওকুফ করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ