সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের শুরুতেই আসছে ২৫ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:আগামী দুই ও তিন জুলাই মডার্নার ২৫ লক্ষ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া, আগামী এক সপ্তাহের মধ্যে চীনের টিকাও আসবে বলে জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এসব জানান স্বাস্থ্যমন্ত্রী।

এক জুলাই থেকে ঢাকার সাতটি হাসপাতালে সৌদি আরব ও কুয়েতগামী শ্রমিকদের ফাইজারের টিকা দেয়া হবে। ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালে এসব টিকা দেয়া হবে।

দেশে অক্সফোর্ডের টিকার মজুদ প্রায় শেষ। বন্ধ গণটিকার নতুন নিবন্ধন ও টিকাদান। এদিকে দেশে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে টিকা নিয়ে সুসংবাদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্সের দ্বিতীয় চালানে শুক্র ও শনিবার দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা।

টিকা না পাওয়ায় দেশে আটকে আছেন অনেক প্রবাসী কর্মী। প্রথমে তাদেরকে চীনের সিনোফার্মের টিকা দেয়ার সিন্ধান্ত হলেও এখন তারা পাবেন কোভ্যাক্সের টিকা। এ লক্ষ্যে শ্রমিকদের তালিকা করছে বিএমইটি । সেই তালিকা অনুসারে টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে দেশবাসীকে আশ্বস্থ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, করোনা টিকা নিয়ে সংকট কেটে গেছে, জুলাই থেকেই দেশব্যাপী আবারও টিকা দেয়া শুরু করবে সরকার। আগামী মাসেই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা দেশে আসতে শুরু করবে।

মহামারি এ সংকটে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সংসদ নেতা বলেন, ধনী-গরিব সবার পাশেই থাকবেন তিনি। জীবন-জীবিকার সুরক্ষা দেয়াসহ অর্থনৈতিক পুনরুদ্ধারে যে কোন উদ্যোগের প্রয়োজন হলে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিবে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ