মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

গ্যাস সরবরাহে বিশ্বে শীর্ষে ইরান: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা কারণে প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের উঠে আসছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। পশ্চিমা দেশগুলোর প্রতিবন্ধকতার পরেও বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রগতি উল্লেখ করার মতোই।

এবার বিদায়ের পথে থাকা ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানালেন, গ্যাস সরবরাহে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে তার দেশ। আজ বৃহস্পতিবার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

৯৫ শতাংশের বেশি ইরানি গ্যাস সরবরাহের আওতায় এসেছে উল্লেখ করে হাসান রুহানি বলেন, এত বিপুল সংখ্যক মানুষকে সরাসরি গ্যাসের সুযোগ দেয়ার ঘটনা বিশ্বে নজিরবিহীন। গত ৮ বছরে দেশটির গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহ ৫ গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, অন্য কোনো দেশের ক্ষেত্রে এমন সাফল্য দেখা যায়নি।

তেল-গ্যাস খাতে মানুষের অধিকার বাস্তবায়নে জোর দেয়া হয়েছে জানিয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আজ যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তা গ্যাস সরবরাহ প্রায় শতভাগ নিশ্চিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ রক্ষায় গুরুত্ব দেয়ার কথা সামনে এনে তিনি আরো বলেন, বৈশ্বিক মান পুরোপুরি নিশ্চিত করে পেট্রোল উৎপাদন ও ব্যবহার করে আসছে তেহরান।

সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইয়েদ ইব্রাহিম রায়িসি ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিপুল বিজয় নিয়ে দেশটির ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ও বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর পার্সটুডের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ