মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নৌকার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পদপ্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছে।

লিয়াকত আলী তালুকদার পেয়েছেন ১৭ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট।

ঝালকাঠি পৌরসভায় এবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, দুই নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), তিন নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, চার নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), পাঁচ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ছয় নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, সাত নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, আট নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, নয় নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে নির্বাচিত সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এ ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ