বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনকে ‘মেয়াদোত্তীর্ণ’ ১০ লাখ ডোজ টিকা দিচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফাইজার-বায়োএনটেকের প্রায় ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিনিময় চুক্তির অংশ হিসেবে প্রায় মেয়াদোত্তীর্ণ এসব টিকা ফিলিস্তিনকে দেওয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের কার্যালয় ও দেশটির স্বাস্থ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েল একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় প্রায় মেয়াদোত্তীর্ণ ১০ লাখ ডোজ সরবরাহ করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ডোজের বিনিময়ে ফাইজারের কাছ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেসব ডোজ পাওয়ার কথা সেগুলো ইসরায়েল গ্রহণ করবে।

এই বিষয়ে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

ইসরায়েলি বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর/অক্টোবরে ফাইজারের কাছ থেকে সমান সংখ্যক ডোজ পাবে ইসরায়েল, যেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাওয়ার কথা। ইসরায়েলের টিকার মজুদ থাকায় এই চুক্তি সম্ভব হয়েছে। এতে করে এখনকার প্রয়োজন মেটানোর সুযোগ এসেছে।

ফাইজার-বায়োএনটেকের কয়েক লাখ ডোজ টিকা পাওয়ার পর বিনিময় কর্মসূচি শুরু করেছে ইসরায়েল। দেশটির মোট জনসংখ্যা ৫৫ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ২ লাখ ৬০ হাজার মানুষ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ