বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

কানাডায় এবার মসজিদে প্রবেশ করে বিস্ফোরণের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

কানাডায় ইসলামোফোবিয়ার আরেকটি ঘটনা সামনে এসেছে। যেখানে একজন নারী ও পুরুষ মিলে একটি মসজিদে জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালিয়েছেন। ওই দুই নারী ও পুরুষ মসজিদটিতে বিস্ফোরক জাতীয় কিছু রাখার চেষ্টা করেন। এসময় বাধা দিলে তারা মসজিদ কর্তৃপক্ষকে হুমকি দেন।

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে , কানাডার রাজধানী টরন্টোতে  মসজিদে প্রবেশের চেষ্টা করছিলেন ওই নারী ও পুরুষ। এসময় স্থানীয় লোকেরা সাথে সাথে পুলিশকে ঘটনাটি জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র বলছে, পুলিশ জানিয়েছেন স্থানীয় সময় দুপুর বারোটায় তারা অভিযোগ পান যে মসজিদে দুজন নারী ও পুরুষ প্রবেশ করে বোমা বিস্ফোরণের  হুমকি দিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে কোনো ধরনের অস্ত্র ও বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। আটককৃত ওই নারী ও পুরুষ নেশাগ্রস্ত ছিলেন বলেও পুলিশের ধারণা।

উল্লেখ্য, এর আগে গত ৬ জুন রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করে এক সন্ত্রাসী। দেশটির পুলিশ একে পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যা দিয়েছে ।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির আদালত। সোমবার কানাডার অ্যাটর্নি জেনারেল হত্যাকারী ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের বিরুদ্ধে সন্ত্রাসি আইনে বিচার শুরুর পক্ষে রায় দেন। ফলে এখন থেকে নাথানিয়ালের বিচারকাজ পরিচালনা হবে কানাডার প্রচলিত সন্ত্রাসী হামলা আইনে।

এক বিবৃতিতে কানাডার পুলিশ জানায়, নাথানিয়াল পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন। পরিবারটি মুসলিম বলে ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলাটি চালানো হয়েছে। ইসলামবিদ্বেষই হামলার একমাত্র উদ্দেশ্য বলে জানায় পুলিশ।

গত ৬ জুন কানাডার অন্টারিওর লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় নাথানিয়াল ভেল্টম্যান। পরে ওই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী। এদের বয়স যথাক্রমে ৭৪ ও ৪৪ বছর। ওই দুর্ঘটনায় ১৫ বছরের এক কিশোরী এবং ৪৬ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন। তবে দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে ৯ বছর বয়সী এক শিশু।

পরে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। কানাডা থেকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

সোমবার আদালতে শুনানির সময় ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানেকে ভার্চুয়ালি হাজির করা হয়। আগামী ২১ জুন তাকে আবার আদালতে হাজির করা হবে। এর আগে ২০১৭ সালে কানাডা একই ধরনের ঘটনায় প্রাণ হারান ৬ মুসলিম ব্যক্তি।

সূত্র: গ্লোবাল নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ