সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১১ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান গোপালগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক চলছে ২২ ঘণ্টা পর উত্তরা-মতিঝিল রুটে চলল মেট্রোরেল  দক্ষিণ চীন সাগরে আধাঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত গাজা পুনর্গঠনের কাজে বাধা আছে ধ্বংসস্তূপে লুকিয়ে থাকা অবিস্ফোরিত বোমা ইউরোপ জমিয়তের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বঙ্গোপসাগরে সৃষ্টি হলো ঘূর্ণিঝড় ‘মন্থা’ ২৮ অক্টোবর লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি দিলো জামায়াত

আজ তাকমিলের উত্তরপত্র জমা দেয়ার শেষ দিন: ফলাফল আগামী মাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সরকার স্বীকৃত কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার খাতা (উত্তরপত্র) জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ মে)। আগামী মাসে প্রকাশিত হবে তাকমিল জামাতের ফলাফল। বিষয়টি হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগামী জিলক্বদ মাসে আমরা হাইয়াতুল উলইয়ার ফলাফল প্রকাশ করতে পারবো। আজ মুমতাহিনগণ সারাদেশ থেকে পরীক্ষার খাতা (উত্তরপত্র) দেখা শেষে অফিসে জমা করবেন। এরপর সেগুলো নিরীক্ষণ শুরু হবে আগামী রোববার (৩০ মে)। নিরীক্ষণ শেষ হলেই আমরা ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ।’

এক প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান জানান, ‘আমাদের পরীক্ষার খাতা (উত্তরপত্র) নিরীক্ষণ হবে তিনটি ধাপে। এতে প্রথম ধাপে নিরীক্ষণ করতে আনুমানিক ৮ থেকে ১০ দিন সময় লাগবে। দ্বিতীয় ধাপে ৬ থেকে ৭ দিন আর তৃতীয় ধাপে সময় লাগবে ২ থেকে ৩ দিন। সবশেষে ফলাফল প্রকাশ সংক্রান্ত চূড়ান্ত কাজ সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে ঘোষিত হবে ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল।

প্রসঙ্গত গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা। এরপর লকডাউনের কারণে এ বছর উত্তরপত্র দেখায় কিছুটা বিলম্ব হলেও এখন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে হাইয়া কর্তৃপক্ষ। অল্প সময়ে ও শীঘ্রই ফল প্রকাশে বোর্ড কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ