বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান নগরকান্দায় বিচারগান বন্ধ: 'ইসলাম পরিপন্থী' অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিল প্রশাসন রকমারির ‘১০-১০’ অফারে ৫ লক্ষাধিক পণ্যে বিশাল ছাড়! বিক্রির জন্য বাড়ি বানিয়ে তা বিক্রি না হলে যাকাত দেওয়া লাগবে কি? গাজায় প্রবেশের অপেক্ষায় ৬ হাজার ট্রাক, বাধা না দেওয়ার নির্দেশ আইসিজের বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান কাঁথার সূত্র ধরেই উন্মোচিত হলো মাদরাসাছাত্র হত্যার রহস্য, গ্রেপ্তার সহপাঠী

প্রকাশিত হয়েছে দেওবন্দ মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানির ‘মাযহাব কি মানতেই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: সম্প্রতি বর্তমান বিশ্বের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নুমানির নন্দিত গ্রন্থ ‘মাযহাব কি মানতেই হবে’ প্রকাশিত হয়েছে।

মাযহাব বিষয়ে পাঠক নন্দিত উর্দূ বক্তৃতার সংকলন ‘তরকে তাকলিদ আওর উসকা আঞ্জাম’ এর বাংলা রূপায়ন ‘মাযহাব কি মানতেই হবে’। এ গ্রন্থটিকে বাংলা অনুবাদ সাহিত্যের এক নতুন সংযোজন বলে মনে করছেন দেশের বিজ্ঞ আলেমগণ।

গ্রন্থের শুরুতে গবেষণালব্ধ দু’টি ভূমিকা লেখেছেন দেওবন্দের সাবেক শিক্ষাসচিব, ঐতিহাসিক তারানায়ে দারুল উলুম দেওবন্দ রচয়িতা, ভারতের বরেণ্য শিক্ষাবিদ মাওলানা রিয়াসত আলী বিজনুরি রহ. ও বাংলাদেশের প্রখ্যাত আলেম, রাষ্ট্র ও সমাজতত্তবিদ, লব্ধপ্রতিষ্ঠ লেখক-সম্পাদক, দার্শনিক আলেমে দীন মাওলানা উবায়দুর রহমান খান নদভি।

আল্লামা আবুল কাসেম নুমানির অনুমতিক্রমে এ গ্রন্থের বাংলা রূপায়ন ও টিকা সংযোজন করেছেন তারই একান্ত আস্থাভাজন শিষ্য, প্রতিনিধিত্বশীল লেখক, অনুবাদক জামিয়া কারিমিয়া রামপুরার মুফতি ও শিক্ষক মাওলানা আবুল ফাতাহ কাসেমি।

গ্রন্থ সম্পর্কে মাওলানা উবায়দুর রহমান খান নদভি বলেন, ‘উল্লিখিত বিষয়ে গ্রন্থটি খুবই তথ্যবহ বলে আমি মনে করি। আমার আস্থাভাজন স্নেহাষ্পদ মাওলানা আবুল ফাতাহ কাসেমি বাংলাভাষী পাঠকদের জন্য এর বাংলা অনুবাদ করে একটি প্রশংসনীয় কাজ করেছেন’।

গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাবাজারের নুরুল কুরআন প্রকাশনী। রকমারিসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে ইতোমধ্যে তথ্যবহুল এ গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ