রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ।। ২৯ ভাদ্র ১৪৩২ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: ইবনে শাইখুল হাদিস ‘পাঠ্যপুস্তক প্রণয়নে বিশেষজ্ঞের ঘাটতি ও যথেষ্ট বরাদ্দ না থাকায় শিক্ষা খাত পিছিয়ে আছে’ ‘৫৩ বছর পর গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হবে’ জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জামায়াত আমিরের ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ইসলামি সব দল এক বাক্সে ভোট দিলে শিয়ালও পালাবে : শায়খে চরমোনাই নতুন বাংলাদেশ হবে সাম্য, ন্যায় ও ইনসাফের: মিয়া গোলাম পরওয়ার জনগণ রায় দিলে দেশকে ৫ বছরে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব: জামায়াত আমির উপদেষ্টা মাহফুজের ওপর হামলা চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবিরের মাজহার

মাদানি নেসাবের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তরার জামিয়াতুস সালাম আল-আরাবিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়াতুস সালাম আল-আরাবিয়া। রাজধানীর উত্তরা, তুরাগ, ফুলবাড়িয়া এলাকার বাড়ি-৪৮, রোড-০১, ব্লক -এ মাদরাসাটি অবস্থিত। এ মাদরাসাটি মাদানি নেসাবের জন্য অত্যন্ত মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বরাবরই এ প্রতিষ্ঠান ভালো ফলাফল করে আসছে। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি।

১৪৪২ হিজরীর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় শরহে বেকায়া জামাতে শতভাগ পাশসহ ৬৫জন ছাত্রের মধ্যে ৫জন সিরিয়াল (৯, ২৮, ৩৬, ৪০, ৪৪) পেয়েছে এবং ২৪জন মুমতায হয়েছে।

১৪৪৩ হিজরির বেফাক ফলাফলে: বেফাকে ২৩ জন পরীক্ষার্থী। তার মধ্যে সকলেই পাশ। মুমতায: ১১, জাঃ জিঃ: ৪, জাইয়িদ: ৪, মাকবুল: ৪, মেধা তালিকা : ৩জন (নাফিস- ২৬, মাজিদ-১৭, আতহার- ৩২)

* মাদানী নেসাবের দীর্ঘ দিনের অভিজ্ঞ উসতাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত এ মাদরাসা। মক্তব, হিফজখানা এবং প্রথম জামাত থেকে জালালাইন পর্যন্ত প্রতি জামাতেই ছাত্র ভর্তি করা হচ্ছে।No photo description available.

* ভর্তি : ৩৫০০ টাকা। মাসিক প্রদেয় : ৩৫০০ টাকা।

* মাদরাসাটির উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছেন, (১) মুফতি আব্দুল হাই (সাবেক মুহতামিম, বাইতুস সালাম মাদরাসা), (২) মাওলানা আশরাফ আলী, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাযুল ইলমী ওয়াদ দাওয়া, (৩) মাওলানা আরীফ হক্কানী, বিভাগীয় প্রধান মাদানী নেসাব দারুল উলুম আজমপু উত্তরা, (৪) মাওলানা মুনীরুজ্জামান, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুল ইহসান আল আরাবিয়্যাহ।

* পরিচালনা পরিষদের মধ্যে রয়েছেন (১) মাওলানা রহমতুল্লাহ-০১৯১৩৮২৮৩১১ (২) মাওলানা বশীর আহমদ-০১৯১৫১৫০৩১২ (৩) মাওলানা ইবরাহীম-০১৯১৫৫৭৬১৮৪ (৪) মাওলানা মুহিব্বুল্লাহ-০১৯২৬৬০০৯৫৯ (৫) মাওলানা মুহাম্মদ-০১৯৮৮১৬৫০২৫ (৬) মাওলানা তরিকুল ইসলাম-০১৭৩৮৬২৬৯২৫, (৭) মাওলানা জহিরুল ইসলাম-০১৮২৯৮৯৬৮০১

* ভর্তি হতে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন।

* যাতায়াত : উত্তরা আব্দুল্লাহপুর (সুইচগেইট) অথবা হাউজবিল্ডিং (যমযম টাওয়ার) থেকে রিকসায় ১০ নং সেক্টর নতুন ব্রীজ হয়ে ফুলবাড়িয়া বাজার আমজাদ স্কুল সংলগ্ন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ