বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ময়মনসিংহ মহানগর জমিয়তের সভাপতি ও  ময়মনসিংহ কোরআন নিকেতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে থেকে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বার্তায় এই শোক প্রকাশ করেন জমিয়তের সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা নুরুল আবসার মাসুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনের খাদেম। তিনি একাধারে শিক্ষক, খতীব ও সংগঠকের পাশাপাশি একজন দক্ষ ও দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। আমৃত্যু দীন প্রচার, দীন কায়েম ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্মনিয়োগ করে গেছেন সত্যভাষী এই আলেমে দিন। সদাচারী, মিষ্টভাষী হিসেবে তার সুখ্যাতি ছিল। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথেও সম্পৃক্ত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মৃত্যুকালে মাওলানা মাসুম স্ত্রী-সন্তান, পরিবারপরিজন ও ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তাদের সকলকে ধৈর্য্য ধারন করার তাওফিক দিন। মাওলানা নুরুল আবসার মাসুমকে আল্লাহ পাক মাগফেরাত করে জান্নাতের সুউচ্চ স্থান দান করুন। আমরা তার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ