বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

মুসলিমবিশ্বকে এক হয়ে ইসরায়েলের কালো হাত ভেঙ্গে দিতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বসন্ত্রাসী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। মুসলিমবিশ্বকে এক হয়ে তাদের কালো হাত ভেঙ্গে দিতে হবে। মুসলিমবিশ্বের নীরবতার কারণেই তারা একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা সম্পূর্ণ যুদ্ধাপরাধে লিপ্ত। গণমাধ্যমকর্মীরাও তাদের হাতে নিরাপদ নয়। বিশ্ব মোড়লরাও তাদের এই অপকর্মের সহযোগিতা করে যাচ্ছে। এ মুহূর্তে আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব হচ্ছে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করা ও মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেন।

আজ মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, মুফতি রেজাউল করিম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল হালীম বিন হারুন, মাওলানা আবু বকর সরকার, মাওলানা সুহাইল আহমদ ও ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ এসব বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ব মোড়লরা যেভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে সাফাই গেয়ে যাচ্ছে। তা কোন সভ্যসমাজ মেনে নিতে পারে না। আমরা তাদের এই অন্যায় আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে মোবারকবাদ জানান। পাশাপাশি মুসলিমবিশ্বের অন্যান্য দেশগুলোকেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ সকলের প্রতি ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ