বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

মধ্যপ্রাচ্যে সাথে পাকিস্তানেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আজ বৃহস্পতিবারই ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার গভীর রাতে চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, সৌদি আরব, ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে আজ বৃহস্পতিবারই ঈদ উদযাপিত হচ্ছে।

ইসলামাবাদে রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, বেলুচিস্তানের চামান, কিল্লা সাইফুল্লাহ ও পাসনি, খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও সিন্ধুর মিরপুরখাস থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবারই ঈদ হবে।

স্থানীয় সময় রাত ১১.৩২-এ চাঁদ দেখা যাওয়ার ঘোষণাটি দেয়া হয়। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।
ইতোমধ্যেই সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

পাকিস্তানের আবহাওয়া বিভাগও জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার তথ্য পাওয়া যেতে থাকে।

পেশোয়ারের বেসরকারি চাঁদ দেখা কমিটি ঘোষণা করে যে তারা খাইবার পাকতুনখাওয়ার ১৮৯ জন তাদের কাছে জানিয়েছেন যে শাওয়ালের চাঁদ দেখা গেছে। তারা পেশোয়ারের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির কাছে তথ্য জানায়। পরে এই তথ্য কেন্দ্রীয় কমিটির কাছে জানানো হয়।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ