বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: দেশের প্রাচীনতম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ এর ১৪৪২ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (৯ মে) সকাল ১১ টায় সিলেটের সোবহানীঘাটস্থ বোর্ডের কার্যালয়ে সভাপতির কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাও. মুহিব্বুল হক গাছবাড়ী। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মাও. মুহিউল ইসলাম বুরহান, মহাসচিব মাও. আব্দুল বছীর, সহকারী মহাসচিব হাফিয মাও. মুহসিন আহমদ সহকারী মহাসচিব মাও. এনামুল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাও. সৈয়দ আব্দুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন অফিসের সচিববৃন্দ; মাও. সাজিদুর রহমান, মাও. ইমরান আহমদ, মাহফুযুর রহমান নাদীম, মাও. ফখরুল ইসলাম প্রমূখ।

এ সময় বোর্ড সভাপতি আল্লামা শায়খ জিয়াউদ্দীন বলেন, ‘বোর্ডের ফলাফল যথাসময়ে প্রকাশ করা হয়েছে। করোনার এ মহামাররি সময়ে বোর্ডের দায়িত্বশীলগণ নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ করতে পেরেছেন এ জন্য আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি যারা পরীক্ষা দিয়েছে এ কঠিন পরিস্থিতে এ সুন্দন ফলাফল অর্জন করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

ফলাফলে বিবরণে উল্লেখ করা হয়: পুরুষ ও মহিলা উভয় শাখার মোট ১০টি মারহালায় সর্বমোট ১৪৫৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাসের হার: ৮৬.৩%। মারহালাভিত্তিক গড় পাসের হাড়। ফজীলত মারহালায় গড় পাসের হাড় ৮৪.৯৯%, ছানাবিয়া মারহালায় ৮৫.৭১%, ছানাবিয়া আম্মা ৮৭.৪৮%, মুতাওয়াসসিতাহ ৮৬.৫৯%, ইবতিদাইয়্যা ৮৯.৭০%, হিফজ ৮৬.৬৪%, নূরানী ৮২.৩৯% গড় পাসের হাড়।

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://azaddiniadarah.com/ এ ভিজিট করে সকল পরীক্ষার্থী নিজ নিজ রিজাল্ট প্রিন্ট করতে পারবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ