আওয়ার ইসলাম ডেস্ক: চলমান চতুর্থ দফা লকডাউনের মধ্যেই গণপরিবহন খুলে দিলেও আন্তঃজেলা বাস (দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন) চলাচলের অনুমতি দেয়া হয়নি। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল সংশ্লিষ্ট মালিক-শ্রমিকের মধ্যে। এবার সংবাদ সম্মেলন করে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালু করে দেওয়ার স্পষ্ট দাবি জানিয়ে তারা।
শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ঈদের দিন ধর্মঘট করা হবে বলে হুমকি দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, সরকার দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে বলে আমরা মনে করি না। মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা, এমনকি ট্রাকে গাদাগাদি করে মানুষ গন্তব্যে ফিরছে। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, মালিক-শ্রমিকদের দাবি হচ্ছে- অবিলম্বে (ঈদের আগেই) দূরপাল্লার গণপরিবহন খুলে দিতে হবে। যদি এই দাবি মানা না হয় তাহলে ঈদের নামাজ শেষে সারাদেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকার বাস-ট্রাক টার্মিনালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। এছাড়া ঈদের পর থাকবে আরও কঠোর কর্মসূচি।
-এএ