বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

সোহরাওয়ার্দীর উদ্যানের কেটে ফেলা গাছের তিনগুণ রোপণে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শতবর্ষী ও বিলুপ্তপ্রায় পাখিদের আশ্রয়স্থল গাছ না কাটতে এবং ইতিমধ্যে কেটে ফেলা একই প্রজাতির তিনগুণ গাছ রোপণের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ছয়টি বেসরকারি সংগঠন ও একজন স্থপতির পক্ষে বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, মুক্তিযুদ্ধ সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান বন সংরক্ষক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গণপূর্তের প্রধান প্রকৌশলীর উদ্দেশ্যে এ নোটিশ পাঠানো হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইন সমন্বয়কারী সাঈদ আহমেদ কবীর এ তথ্য জানান।

তিনি জানান, বেলা, এএলআরডি (অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফরমস অ্যান্ড ডেভেলপমেন্ট), নিজেরা করি, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট), বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন), আসক (আইন ও সালিস কেন্দ্র) এবং স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে এ নোটিশ পাঠানো হয়।

এতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মূল ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বিনষ্ট হতে বিরত থাকতে এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত এ উদ্যান মূলরূপে রক্ষার দাবি জানানো হয়।

নোটিশে বলা হয়, উদ্যানের সবুজকে ধ্বংস করা প্রকারান্তরে উদ্যানকে ধ্বংস করা ও তার শ্রেণি পরিবর্তনের শামিল যা ২০০০ সালের জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থী। এই আইন অনুযায়ী উদ্যান হিসেবে চিহ্নিত ও ব্যবহৃত কোনো ভূমির শ্রেণি পরিবর্তন করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে এবং অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য হস্তান্তরও করা যাবে না। তা ছাড়া উদ্যানের সবুজ ধ্বংস করে এহেন নির্মাণকাজ ইতিমধ্যে এ উদ্যানকে রক্ষায় বেলা কর্তৃক দায়েরকৃত একটি রিট মামলায় হাইকোর্ট প্রদত্ত রায়ের পরিপন্থী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ