মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কোভিড নিয়ন্ত্রণে সরকার অনেকাংশে সফল: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহা. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মানুষ যাতে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ যাতে অসহায় না হয়ে পড়ে এবং মানুষের যেন খাদ্যের অভাব না হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চিন্তা করেন।

সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে এলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে।’

তিনি বলেন, ‘কৃষক যাতে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পায়, বঞ্চিত বা প্রতারিত না হয়, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।’

মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস মহামারিকালে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ