মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


কারও সাহায্য ছাড়া হাঁটতে পারছেন না খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকলেও এখনও কারও সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারছেন না।

শনিবার (১ মে) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। চিকিৎসকেরাও তাকে নিয়মিত দেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। যদিও ওনার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও ডাক্তাররা তাকে দেখেছেন। কালও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্য পরীক্ষার অগ্রগতি কিছুটা পিছিয়ে গেছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নতুন কিছু বলার মতো অবস্থায় নেই। এখনো তিনি (খালেদা জিয়া) নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তার কারও না কারও সহযোগিতা লাগছে। ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তার সাহায্যের প্রয়োজন হচ্ছে। হাসপাতালে ভর্তির পর গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার আপডেট নিচ্ছে, নতুন কিছু করতে বলছেন। সেভাবেই হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সব পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চলছে। পরবর্তী সময়ে চিকিৎসকেরা বাসায় যাওয়ার মতো অবস্থা হলে জানাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ