বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭

শিরোনাম :
চীন–বাংলাদেশ কৃষি সহযোগিতা গভীরতর করার কৌশলগত ভিত্তি হিসেবে সার বেফাকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও পাঠ্যপুস্তক এজেন্ট সম্মেলন  বিএনপির সঙ্গে আসন সমঝোতার কারণ জানালো জমিয়ত আট দলের আসন সমঝোতা নিয়ে যা বললেন শায়খে চরমোনাই নিষিদ্ধ ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি গ্রেপ্তার গ্রেপ্তার নিরীহ সমালোচনাকারীদের মুক্তি না দিলে ক্ষোভ বাড়বে: হেফাজতে ইসলাম‎ ভারত ও পাকিস্তান থেকে এক লাখ টন চাল কিনছে সরকার নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব: রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলের বৈঠক সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

আজ সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছে। রাত সাড়ে দশটার দিকে এ বৈঠক শেষ হয়েছে বলে জানা যায়।

অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, প্রতিনিধিদল আল-হাইআতুল উলিয়া গতকাল যে সিদ্ধান্তগুলো নিয়েছে; আজ সেগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে এবং আল-হাইআতুল উলিয়া’র চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত একটি চিঠি মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দেয়। পাশাপাশি দেশের সব ধরণের কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার জন্য অনুরোধ জানায়।

সূত্রটি আরো জানায়, প্রতিনিধি দল মাদরাসা খুলে দেয়ার বিষয়ে আবেদন করলে মাননীয় মন্ত্রী সেটি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন এবং বলেন, যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং দেশব্যাপী লকডাউন চলছে; তাই পরিস্থিতি স্বাভাবিক হলে কওমি মাদরাসাগুলো খুলে দেয়া যায় কী না সে বিষয়ে বিবেচনা করা হবে।

আজকের আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দলে ছিলেন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন, জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব ও রাজধানী ঢাকার আফতাব নগর মাদরাসার মুহতামিম  মাওলানা মুফতি মোহাম্মদ আলী, চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি জসীমুদ্দীন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ