শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


রোববার হাইয়াতুল উলইয়ার বৈঠক: চলমান সংকটসহ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ। আগামী রোববার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি আজ শুক্রবার (২৩ এপ্রিল) আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

গত কয়েকদিনে লকডাউন, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের অসুস্থতা, গত ৩১ মার্চ থেকে পিছিয়ে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ, লকডাউন পরিস্থিতিতে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা চলমান থাকবে কি না, তা নিয়ে শঙ্কাসহ বেশকিছু অস্থিরতার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

এদিকে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা শুরুর আগে গত ২৯ মার্চ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী করোনা থেকে সুরক্ষায় সরকারের ১৮ দফা নির্দেশনা মধ্যে কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।

এতে করে গত বছরের ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর সে বছরের জুলাই ও আগষ্টে কওমি মাদরাসার নুরানী-হেফজ, কিতাব বিভাগ খোলার বিশেষ ঘোষণা দেয়ার পর আবারো বন্ধ হলো মাদরাসাগুলো। তাই প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে হাইয়াতুল উলইয়ার দায়িত্বশীলদের।

আরো পড়ুন: শনিবার তেজগাঁও মাদরাসায় মুহতামিম সম্মেলন!

আগামী রোববার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য বৈঠকের আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে জানতে চাইলে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, ‘করোনার ঊর্ধ্বগতিতে সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচনায় হাইয়াতুল উলিয়ার নিজস্ব এজেন্ডাগুলোই প্রাধান্য পাবে। যার মাঝে অন্যতম হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ।’

পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখের বিষয়ে জানতে চাইলে মাওলানা অসিউর রহমান এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে অগ্রিম কিছু বলা যাচ্ছে না। এছাড়া যেহেতু করোনা পরিস্থিতিতে আমাদের পরীক্ষা নিতে হয়েছে, তাই এবার রেজাল্ট প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে।

পরীক্ষার খাতা দেখা শুরুর বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে হাইয়াতুল উলইয়ার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালীর সাথে যোগাযোগের কথা বলেন। তবে আওয়ার ইসলামের পক্ষ থেকে মাওলানা ইসমাইল বরিশালীর সাথে যোগাযোগ করা হলে তিনিও সঠিক কোন তথ্য দিতে পারেননি। তবে আগামী রোববারের বৈঠকের পরই এ বিষয়ে কোন তথ্য তিনি দিতে পারবেন বলে জানিয়েছেন।

মাওলানা অসিউর রহমান আরও জানান, এবারের বৈঠকে গুরুত্বের শীর্ষে থাকতে পারে কওমী শিক্ষার্থীদের তারবিয়াতি উন্নয়নের বিষয়টি।

এবছর হাইয়াতুল উলইয়ার পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে বেশ কয়েকবার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে সকল বাধা কাটিয়ে হাইয়ার কেন্দ্রীয় পরীক্ষা শেষ করতে পেরেছে বোর্ডটি।

এছাড়া বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান অসুস্থ থাকলেও তিনি হাসপাতাল থেকে সার্বিকভাবে যোগাযোগ রেখেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করেছেন, তাই খুব একটা ভোগান্তির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়নি- বলছিলেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

আরো পড়ুন: নুরানী ও হেফজ মাদরাসা খুলে দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলেমদের বৈঠক

প্রসঙ্গত, গত মাসেই ইন্তেকাল করেছেন হাইয়াতুল উলইয়ার কো- চেয়ারম্যান মুফতি ওয়াক্কাস রহ.। গুরুত্বপূর্ণ এই পদটি খালি হওয়ায় কে থাকতে পারেন বোর্ডের পরবর্তী কো- চেয়ারম্যানের সম্ভাব্য তালিকায়? এমন প্রশ্নের জবাবে মাওলানা অসিউর রহমান বলেন, যিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন, তিনিই হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে থাকেন। মুফতি ওয়াক্কাস রহ.-এর ইন্তেকালের পর স্বাভাবিকভাবেই বেফাকের সিনিয়র সহ-সভাপতির পদটিও শূন্য হয়েছে। তাই বেফাক সিনিয়র সহ-সভাপতি হিসাবে যাকে নির্বাচন করবে তিনিই হবেন হাইয়াতুল উলইয়ার কো- চেয়ারম্যান। তবে বেফাক সিনিয়র সহ-সভাপতির পদে কাকে নির্বাচন করতে পারে এব্যাপারে সম্ভাব্য কোন তালিকার বিষয়ে মন্তব্য করেননি তিনি। তিনি বলেছেন, এটা একান্তই বেফাকের বিষয় এবং তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত মুফতি ওয়াক্কাস রহ. ৩ জন কো-চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। এবারের বৈঠকে মুফতি ওয়াক্কাস রহ.সহ সবার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।

হাইয়াতুল উলইয়ার চার কো-চেয়ারম্যানের মধ্যে মাওলানা আশরাফ আলী রহ. ইন্তেকাল করেছেন গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে। ২০২০ সালের ১৩ ডিসেম্বর রোববার দুপুর ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.। সর্বশেষ গত ৩১ মার্চ (বুধবার) ভোর ৪.৩০ মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি ওয়াক্কাস রহ.।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ